দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইএসএলে আসার পর লোগো পরিবর্তিত হবে কিনা এ নিয়ে জল্পনা ছিল অনেক দিনের। অবশেষে শনিবার প্রকাশিত হলো ইস্টবেঙ্গল এসসির নয়া লোগো।নামের শুরুতে এসসি বসলেও অপরিবর্তিত থাকছে লোগোর লাল হলুদ রং। একই সাথে ঐতিহ্য বজায় রেখে থাকছে মশালও। শনিবার আইএসএলের তরফে বিবৃতিতে জানানো হয়, এসসি ইস্টবেঙ্গল হিসেবে দেশের সর্বোচ্চ টুর্নামেন্টে খেলবে লাল-হলুদ শিবির।
আইএসএল তরফে এস.সির পুরো কথা প্রকাশ করা না হলেও ইস্টবেঙ্গল ক্লাব কার ফেসবুক পেজে উল্লেখ করেছে “স্পোটিং ক্লাব ইস্টবেঙ্গল” কথাটি। তবে নাম ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব থেকে বদলে স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গল হলেও ঐতিহ্যের যেকোনো পরিবর্তন হচ্ছে না তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের কর্তা হরিমোহন বাঙ্গুর।
আরও পড়ুনঃ ১৮ তারিখ মোহন বাগান হাতে পাবে আই-লীগ ট্রফি, অনুষ্ঠানের শেষে বর্ণাঢ্য শোভা যাত্রা
তিনি বলেন, ‘ক্লা্বের নয়া লোগোয় মশাল এবং রং থাকছে। যা ইস্টবেঙ্গলের সমৃদ্ধ ঐতিহ্য এবং ভারতীয় ফুটবলে সেই ক্লাবের অবদানের সঙ্গে শ্রী সিমেন্টের সংযুক্তিকে তুলে ধরেছে। সেই সংযুক্তির ফলে ক্লাবের পতাকা উঁচুতে উড়তে থাকবে।’
এর সাথেই শ্রী বাঙ্গুর আরও যোগ করেন, ‘নয়া লোগো প্রকাশ করতে পেরে অত্যন্ত গর্বিত বোধ করছি আমরা। যা আধুনিকতার মোড়কে আমাদের অভাবনীয় ফুটবল ঐতিহ্যকে স্যালুট করেছে।’