দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বিশ্বব্যাপী চলা ভয়ঙ্কর কোভিড পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিলেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক প্রাপ্ত ব্রিটিশ মহিলা বক্সার নাতাশা জোনাস। শুধু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ নয় গ্রেট ব্রিটেনের হয়ে অলিম্পিকেও প্রতিনিধিত্ব করেছেন তিনি। এবার সেই হতাশায় সিদ্ধান্ত নিলেন, যারা সংগ্রামের সঙ্গে দিন কাটাচ্ছেন, তাদের ছেলে মেয়েরা যদি বক্সিং শিখতে চায়, তাহলে বিনামূল্যে তাদের খাওয়া-দাওয়া ও বক্সিং কোচিংয়ের ব্যবস্থা করবেন তিনি।
লিভারপুলের এই তারকা বক্সার বলেন,”কোভিড-১৯ এর কারনে এখন পৃথিবী জর্জরিত। আমরা তো দুনিয়াকে পরিবর্তন করতে পারবো না কিন্তু আমরা নিজেদের পরিবর্তন করতে পারি। আমি নিজে একটি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি তাই অনেক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাকেও।আমি জানি আমাদের সময়ে বেকারত্ব কতটা চরমসীমায় ছিল।”
৩৬ বছর বয়সী এই মহিলা বক্সার আরো যোগ করেন,””আমার খুড়তুতো ভাই কিছুদিন আগেই আমার ভাইয়ের জিমের পরিবর্তে একটি খাবার প্যাকিং কোম্পানি শুরু করেছে এবং আমরা তাকে খাবার সরবরাহের সাথে জড়িত করেছি।আমাদের লক্ষ্য একটাই লিভারপুলে আমরা সবাই একসাথে থাকব।”