সেনেগালে পিছিয়ে গেলো অলিম্পিক

0
47

দ্য কলকাতা মিরর ব্যুরো : আফ্রিকার মাটিতে অলিম্পিক চাক্ষুষ করতে আরও দীর্ঘ অপেক্ষা করতে হবে ক্রীড়া প্রেমীদের। 2022 সালের 22 শে অক্টোবর থেকে 9ই নভেম্বর সেনেগালের ডাকার শহরে অনুষ্ঠিত হবার কথা ছিলো চতুর্থ সংস্করণ যুব অলিম্পিক গেমসের। তবে বিশ্বব্যাপী মারণ ভাইরাস কোভিডের থাবায় পরিস্থিতি সংকটজনক অবস্থায় পৌছাচ্ছে ক্রমে।  সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে 2022 সালের গেমসের সূচী পরিবর্তিত হয়ে অনুষ্ঠিত হবে 2026 সালে। সেনেগাল অলিম্পিক এস্যোসিয়েশনের ও আন্তজাতিক অলিম্পিক কমিটি যৌথ ভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করে।  এই ঘটনার প্রভাবে ফের একবার প্রশ্নচিহ্নের মুখোমুখি টোকিও অলিম্পিক । 
বুয়েনস আইরেসে অনুষ্ঠিত যুব অলিম্পিক গেমসে চমকপ্রদ ফলের পর ভারতের লক্ষ্য ছিলো সেই সাফল্যের ধারা অব্যাহত রাখার,সেই অনুযায়ী প্রস্তুতি ও শুরুহয়েছিলো জোরকদমে। যুব অলিম্পিক গেমসের সময়সূচী পরিবর্তন ঘোষনায় তাল কাটলো প্রস্তুতির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here