আত্মহত্যা করলেন পদক জয়ী অস্ট্রেলিয়ান আইস স্কেটার

0
74
Ekaterina Alexandrovskaya and Harley Windsor of Australia perform their free skate during the pairs competition at the 2018 Skate Canada International ISU Grand Prix event in Laval, Quebec, October 27, 2018. (Photo by Geoff Robins / AFP) (Photo credit should read GEOFF ROBINS/AFP via Getty Images)

দ্য কলকাতা মিরর ব্যুরো  না ফেরার দেশে পাড়ি দিলেন অস্ট্রেলিয়ান আইস স্কেটার একাতেরিনা আলেক্সানদ্রোভাস্কায়া। 20 বছর বয়সী এই ক্রীড়াবিদ আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করেছে রাশিয়ান সংবাদমাধ্যম ।

বিগত কয়েকমাস ধরেই অবসাদে ভুগছিলেন একাতেরিনা এ কারণে জানুয়ারিতে শুরু হওয়া অনুশীলন ক্যাম্প থেকেও বের হয়ে আসেন। সংবাদ সংস্থা এএফপি’কে এমনটিই জানিয়েছেন তার কোচ আন্দ্রেই খেকালো।

রাশিয়ায় জন্ম নিলেও, বাবা অস্ট্রেলিয়ান হওয়ায় পরে সে দেশের নাগরিকত্ব পান একাতেরিনা। অস্ট্রেলিয়ার হয়েই 2017 সালে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে হার্লি উইন্ডসোরের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হন তিনি। অস্ট্রেলিয়ার ক্রীড়া ইতিহাসে অন্য দেশে জন্ম নিয়েও নাগরিকত্ব পাওয়া কোন ক্রীড়াবিদের আইস স্কেটিংয়ে এটিই প্রথম স্বর্ণ পদক।

এ জুটি এরপর আইস স্কেটিংয়ে একের পর এক সাফল্য এনে দেন দেশকে। 2018 সালে শীতকালীন অলিম্পিকে হার্লি উন্ডসোরের সঙ্গে অংশ নেন একাতেরিনা। অবসাদের কারণে অনুশীলন থেকে দূরে থাকা এই স্কেটার
মস্কোতে তার ফ্লাটের 6 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তবে কি কারণে তিনি এমন কাজ করলেন সে বিষয়ে কিছুই জানায়নি দেশটির আইন শৃঙ্খলা বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here