দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:কিছু একটা ঘটার আভাস পাওয়া যাচ্ছিলো বেশ কিছু দিন ধরেই। নিয়মিত শরীরচর্চা শুরু করেছিলেন। সেই সব ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরালও হচ্ছিলো। তাই দেখে জল্পনা শুরু হয়েছিল, তবে কি মাইক টাইসন ফের নামতে চলেছেন রিংয়ে?
সব জল্পনা সত্যি প্রমাণ করে গতকাল টাইসন নিজেই জানালেন, আবারও রিংয়ে ফিরছেন তিনি, 54 বছর বয়সে। তাঁর প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন আরেক কিংবদন্তি বক্সার রয় জোন্স জুনিয়র। আগামী 12 সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার ডিগনিটি হেলথ স্পোর্টস পার্কে মুখোমুখি হবেন তাঁরা।
ইনস্টাগ্রামে অনুশীলনের ভিডিও পোস্ট করে টাইসন লিখেছেন, ‘আই অ্যাম ব্যাক।’
বিশ্বের সর্বকালের সেরা বক্সারদের মধ্যে অন্যতম টাইসন। পেশাদারি কেরিয়ারে 56টি ম্যাচের মধ্যে জিতেছেন 50টিতে, যার 44 বার নকআউট করেছেন প্রতিপক্ষকে। 1997 সালে ইভান্ডার হলিফিল্ডের কানে কামড় দিয়ে পেয়েছিলেন ওয়ার্ল্ডস বাডেস্ট ম্যানের আখ্যা। মাত্র 20 বছর 4 মাস বয়সে সর্বকনিষ্ঠ বক্সার হিসেবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়া টাইসন 2005 সালে শেষ বারের মতো রিংয়ে নেমেছিলেন, বিপক্ষে ছিলেন কেভিন ম্যাকব্রাইডর।
ওদিকে 51 বছর বয়সী রয় জোন্স জুনিয়রের বক্সিং রেকর্ড 66-9। 2018 সালে স্কট সিগমনের বিপক্ষে শেষ বার রিংয়ে নামা এই বক্সার চারটি ভিন্ন ওজন বিভাগে চ্যাম্পিয়ন ছিলেন।
সম্পতি টাইসনকে পেশাদার রেসলিং প্রমোশন অল এলিট রেসলিংয়ের (এইডব্লু) রিংয়ে ক্রিস জেরিকোর বিপক্ষে দেখা গিয়েছিল।