29 C
Kolkata
Sunday, June 11, 2023
More

    স্বপ্নপূরণের পথে রাজা -সৌম্যজিৎ কর

     প্রতিকূলতাকে জয় করেই এসেছে একের পর এক এক চোঁখ ধাঁধানো সাফল্য। 2019 সালে সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিত বিশ্ব প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষ বিভাগের এস এস 6 (শর্ট স্ট্রাকচার) ডাবলস ইভেন্টে কৃষ্ণ নাগর কে সঙ্গী করে রৌপ্য জয়ী রাণীগঞ্জের রাজার বহুদিনের স্বপ্ন ছিলো ব্যাডমিন্টন ট্রেনিং সেন্টার শুরু করার। পারিবারিক জমানো অর্থ ও প্রতিযোগিতা জয়ের পুরস্কার মূল্য এই দুয়ের অবলম্বনেই বাবুপাড়ার নিজের বাড়ির পেছন দিকে নির্মাণ কাজ শুরু হয়েছে তার ট্রেনিং সেন্টারের। এশিয়ান প্যারা গেমসে দেশের প্রতিনিধিত্ব কারী রাজা মাগোত্রা ফোনে জানান ‘ প্রথম যখন ব্যাডমিন্টন প্রশিক্ষণ নিতে শুরু করি প্রভূত সমস্যার সম্মুখীন হতে হয়েছিলো একাধিক সময়ে, শারিরীক প্রতিবন্ধকতা সত্ত্বেও আর পাঁচটা সাধারণ ছেলের সঙ্গেই ট্রেনিং করতে হতো, অনেক সময় আবার খেলার জায়গাও মিলতে না। এভাবেই বহু বিপত্তি সামলে এগিয়ে যেতে হয়েছে নিজের লক্ষ্যপূরণে ” ।

    তার এই ট্রেনিং সেন্টারে বিনামূল্যে খেলা শিখতে পারবেন প্যারা ব্যাডমিন্টন শিক্ষার্থীরা। পাশাপাশি দুস্থ খেলোয়াড়দের দিকে আর্থিক সহায়তা হাত বাড়িয়ে দিতে চান ‘খেল সম্মান ‘ জয়ী ব্যাডমিন্টনের রাজা। তার এই ট্রেনিং সেন্টারে মেন্টরের ভূমিকায় রয়েছেন কোচ সন্দীপ মিশ্র। নিজের ট্রেনিং সেন্টারের কাজ পর্যবেক্ষণের পাশাপাশি দুর্গাপুরে জোরকদমে চালিয়ে যাচ্ছেন টোকিও অলিম্পিকের প্রস্তুতি। প্রমোদ, মনোজ, তরুন, কৃষ্ণ দের পাশাপাশি বাংলার ছেলে রাজা ও লড়ছেন এই লড়াইয়ে। টোকিও র টিকিট হাত নাগালে সময় নষ্ট না করেই চালিয়ে যেতে চান ট্রেনিং।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...