দ্য কলকাতা মিরর ব্যুরো :অনুষ্ঠিত হয়ে গেল পুরুলিয়ার ছোট্ট রেল শহর আদ্রার আজাদ হিন্দক্লাব আয়োজিত আদ্রা অনলাইন ক্যারম চ্যালেঞ্জ প্রতিযোগিতার আসর। ‘প্লুটো – দ্য প্লানেট অফ ক্যারম একাডেমী’ ও রাজ্য 29 ইঞ্চি ক্যারম আস্যোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনলাইন প্রতিযোগিতায় জয়লাভের পর ফের আরো একটি শিরোপা অজণ হুগলির উত্তরপাড়ার চন্দন চৌধুরীর। 25শে জুলাই থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার ফাইনালে জাতীয় প্রশিক্ষক আলোক দের ছাত্র চন্দন মুখোমুখি হয়েছিলেন পুরুলিয়ার সুনীল পান্ডের। ফাইনালে সহজেই জয়পায় তরুন চন্দন। এদিন জাতীয় প্রশিক্ষক আলোক দে কে ফোনে ধরা হলে তিনি জানান ” প্রায় বারো বছরের বেশী সময় ধরে চন্দন প্রস্তুতি সারছে তার কাছে, শেখার ইচ্ছে এখনো বিন্দুমাত্র কমেনি, বঙ্গ ক্যারমের অনলাইন প্রতিযোগিতা গুলোয় তার এই প্রাধান্যে ভালো লাগছে”।আদ্রার পর এবার শিলিগুড়ি জেলা ক্যারম সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হবে অনলাইন ক্যারম প্রতিযোগিতার। সেখানে আন্ত জেলা ভিত্তিক ডাবলস প্রতিযোগিতা ঘিরে রীতিমত উদ্মদনা খেলোয়াড় -কোচ -কর্তা মহলে।