26 C
Kolkata
Friday, June 9, 2023
More

    অনূর্ধ্ব ১৬ রাজ্য সেরা অ্যাথলিট অতনু রুটির খোঁজে এখন চাষী – নির্মলকুমার সাহা

    ভোর ৪টে ২৫-‌র বনগাঁ-‌শিয়ালদা লোকাল চাঁদপাড়ায় আসে ৪টে ৩৪-‌এ। দীঘা গ্রামের বাড়ি থেকে ১০ মিনিট সাইকেল চালিয়ে এসে সপ্তাহে দু’‌দিন ওই ট্রেন ধরে সল্টলেকের সাই সেন্টারে অনুশীলনে আসা। সপ্তাহে আরও দু’‌দিন দুপুরের ট্রেনে এসে বিকেলে ট্রেনিং সাইয়ে। লকডাউন শুরু হওয়ার আগের তিন মাস এটাই ছিল সূচি। করোনায় সাই সেন্টার বন্ধ, ট্রেন চলছে না। গ্রামের বাড়িতে আটকে থাকা অনূর্ধ্ব ১৬ বালক বিভাগে রাজ্য সেরা অ্যাথলিট অতনু রায়ের সূচি অনেক বদলে গেলেও এখনও ভোরে ঘুম থেকে উঠতেই হচ্ছে। সাইয়ে অনুশীলনে আসার বদলে বাড়ি থেকে মিনিট তিনেকের হাঁটা পথ পেরিয়ে বাবার সঙ্গে যেতে হচ্ছে চাষ করতে।

    ২০১৯ সালে রাজ্য অ্যাথলেটিক্সে উত্তর ২৪ পরগনার হয়ে অনূর্ধ্ব ১৬ বিভাগে ১০০ মিটার হার্ডলসে সোনা জিতেছিল অতনু। মেডলি রিলেতে পেয়েছিল ব্রোঞ্জ। অনূর্ধ্ব ১৬ বালক বিভাগের সেরা অ্যাথলিটের পুরস্কারও উঠেছিল ওর হাতে। গত বছর রাঁচিতে পূর্বাঞ্চল অ্যাথলেটিক্সেও অনূর্ধ্ব ১৬ বিভাগে ১০০ মিটার হার্ডলসে গলায় উঠেছিল সোনার পদক। আর মেডলি রিলেতে জিতেছিল রুপো। অন্ধ্রপ্রদেশে জুনিয়র জাতীয় অ্যাথলেটিক্সেও বাংলার হয়ে অংশ নিয়েছিল। ১০০ মিটার হার্ডলসে পেয়েছিল ষষ্ঠ স্থান। আর এবার তো কোনও প্রতিযোগিতা এখনও পর্যন্ত হয়নি।

    বনগাঁয় রুরাল অ্যাথলেটিক্স ডেভেলপমেন্ট অ্যাকাডেমিতে (‌RADA)‌ ‌‌‌‌অভিজিৎ বিশ্বাসের কাছে একসময় প্রশিক্ষণ নিত অতনু। লকডাউনের তিন মাস আগে থেকে আসতে শুরু করেছিল সাইয়ে কোচ সুশান্ত রায়ের কাছে। সাই হস্টেলে ভর্তির ব্যাপারটাও অনেক এগিয়ে গিয়েছিল। সব ঠিক থাকলে এপ্রিল মাসে আবাসিক শিক্ষার্থী হিসেবে ঢুকে যেতে পারত সাইয়ে। কিন্তু করোনা আপাতত পিছিয়ে দিয়েছে অতনুকে। তবে সাইয়ে না আসতে পারলেও লকডাউন একটু শিথিল হতেই ঢাকুরিয়া হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র অতনু গ্রামের মাঠে বিকেলে টুকটাক অনুশীলন শুরু করে দিয়েছে।

    অতনুর বাবা শঙ্কর চন্দ্র রায় ভাগচাষী। করোনা-‌লকডাউনে আটকে গিয়েছিল চাষের কাজ। সংসারে বাড়ছিল দারিদ্র‌্য। লকডাউন শিথিল হলেই আবার নেমে পড়বেন চাষের কাজে, এটা ভাবতে ভাবতেই আমফান। যার ধাক্কায় পরিবারে দারিদ্র‌্য আরও বেড়েছে। টিনের চালের ঘর। আমফানে উড়ে গিয়েছে সেই টিনের চাল। ক্ষতি হয়েছে আরও অনেক। ধানের খেত লণ্ডভণ্ড। আমফানের জন্য ক্ষতির সরকারি সাহায্য এখনও হাতে আসেনি। কোনওরকমে জোড়াতালি দেওয়া হয়েছে ঘরে। অতনু বলছিল, ‘‌সামনেই ধান ওঠার ছিল। সব নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে সব করতে হচ্ছে। বাবা একা পারছেন না। তাই আমাকেও যেতে হচ্ছে চাষ করতে। নতুন ধান যতদিন না উঠবে আয় বলতে আমাদের কিছু নেই। বাবার পক্ষে এখন সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।’‌

    একের পর এক ট্র‌্যাকের ‘‌হার্ডল’‌ পার হওয়ার পর এখন সংসারের ‘‌হার্ডল’‌ পেরনোর লড়াইয়ে ব্যস্ত অতনু।

    ‌‌

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...