29 C
Kolkata
Sunday, June 11, 2023
More

    বাবার রিকশা চালানো বন্ধ, কারও সাহায্যের আশায় ভলিবলার সুপ্রিয়া -নির্মলকুমার সাহা

    ভুবনেশ্বরে অনুষ্ঠিত ২০১৯-‌২০ সিনিয়র ন্যাশনাল ভলিবলে বাংলার মহিলা দল চতুর্থ স্থান পেয়েছে। এর পরপরই ২০২০-‌র গোড়াতেই রাজস্থানে ফেডারেশন কাপ ভলিবলে তৃতীয় হয়েছে বাংলা। ওই দুই দলেই ছিল সুপ্রিয়া বেরা। ‌বাংলার হয়ে প্রথম সাব জুনিয়র জাতীয় ভলিবলে খেলেছিল ২০১২ সালে। তারপর একাধিকবার জুনিয়র ও ইউথ জাতীয় ভলিবল প্রতিযোগিতায় বাংলার প্রতিনিধিত্ব করেছে এই প্রতিভাময়ী ভলিবলার।

    সুপ্রিয়া এন সি সি ন্যাশনালে খেলেছে ২ বার, ২০১৫ ও ২০১৬ সালে। দু’‌বারই সুপ্রিয়ার দল চ্যাম্পিয়ন। ২০১৮-‌য় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হয়ে পূর্বাঞ্চল এবং সর্বভারতীয় বিশ্ববিদ্যালয় ভলিবলে অংশ নিয়েছে। সেবার বর্ধমান ছিল পূর্বাঞ্চল চ্যাম্পিয়ন। পরে সুপ্রিয়া বিশ্ববিদ্যালয় বদল করে। অ্যাডামাস ‌ইউনিভার্সিটির হয়ে খেলতে শুরু করে সে। ২০১৯-‌এ পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয় ভলিবলে চ্যাম্পিয়ন হয় অ্যাডামাস ‌ইউনিভার্সিটি। সেই দলেও ছিল সুপ্রিয়া।

    স্থানীয় সালকিয়া অ্যাসোসিয়েশনের হয়ে ভলিবলে যাকে খেলতে দেখা যায় সেই সুপ্রিয়ার সাফল্যের গ্রাফটা বেশ উল্লেখযোগ্যই। কিন্তু দরিদ্র পরিবারের মেয়েটি করোনা-‌লকডাউনে গভীর আর্থিক সঙ্কটের মুখোমুখি। ওকে নিয়ে লিখতে চাই, এটা শুনেই ফোনে বলল, ‘‌আমাকে নিয়ে লিখলে, কেউ কি সাহায্য করবেন?‌ জানেন ভীষণ কষ্টে আছি!‌ কেউ সাহায্য করলে খেয়ে বাঁচতে পারি।’‌

    তারকেশ্বরের কলেজ রোডের সাহা পাড়ায় সুপ্রিয়াদের বাড়ি। বাবা অশোক বেরা রিকশা চালান। মার্চ মাসে লকডাউন শুরুর পর থেকেই রিকশা চালানো বন্ধ। লকডাউন শিথিল হওয়ার পর মাঝে কয়েকদিন রিকশা নিয়ে বের হলেও প্যাসেঞ্জার পাননি। আসলে ট্রেনে যাতায়াত যাঁরা করেন, অশোকের রিকশার অধিকাংশ প্যাসেঞ্জার তাঁরাই। ট্রেন বন্ধ। ফলে রিকশা চড়ার লোকও রাস্তায় বিশেষ নেই।

    সুপ্রিয়া বলল, ‘‌রাস্তায় এখন লোকজন কম বেরোন। ট্রেনও বন্ধ। কয়েকদিন এই প্রচণ্ড গরমে রিকশা নিয়ে বেরিয়েও বাবাকে ফিরতে হয়েছে ফাঁকা হাতে। তাই এখন আর যাচ্ছেন না। রিকশা নিয়ে বেরিয়ে গরমে শরীর খারাপ করে ফিরলে তো এখন আরও সমস্যা!‌’‌

    তাহলে কীভাবে চলছে সুপ্রিয়াদের সংসার?‌ বাংলার এই ভলিবলার বলছিলেন, ‘‌কী খাচ্ছি, তা আমরাই জানি!‌ ফ্রি রেশন না পেলে পুরোপুরি না-‌খেয়েই থাকতে হত। কয়েকদিন এখানে ত্রাণ বিলি হয়েছিল। এখন তাও বন্ধ। আবার যদি কেউ ত্রাণ বিলি করেন, একটু সাহায্য করেন, সেই আশায় রয়েছি।‌’

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...