26 C
Kolkata
Friday, June 9, 2023
More

    বক্সিং বন্ধ, ঘরে বসে বাবার অন্য ‘লড়াই’ দেখছে সবন – নির্মলকুমার সাহা

    খালসা ইংলিশ হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র সবন জুহা। গত বছর, ২০১৯ সালে রোহতকে সাব জুনিয়র (‌অনূর্ধ্ব ১৫)‌ জাতীয় বক্সিংয়ে ৭৫ কেজি বিভাগে বাংলার হয়ে ব্রোঞ্জ পদক জিতেছে। ওই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে সাব জুনিয়র রাজ্য বক্সিংয়ে জিতেছিল সোনা। রাজ্য স্কুল বক্সিংয়েও ওই একই বিভাগে ওর গলায় উঠেছিল সোনার পদক। অংশ নিয়েছিল মিজোরামে জাতীয় স্কুল বক্সিংয়েও। সেখানে অবশ্য পদক জিততে পারেনি। করোনা-‌লকডাউনে বাংলার আরও অনেক ক্রীড়াপ্রতিভার মতো ভাল নেই সবনও। খেলাধুলো নেই। পেটে ঠিক মতো ভাতও নেই।

    মোমিনপুরের ছেলে। কাছাকাছি আরও অনেককে দেখে একসময় ওর দাদা আলহান জুহা ভর্তি হয়েছিল একবালপুরের খিদিরপুর স্কুল অফ ফিজিক্যাল কালচারে বক্সিং শিখতে। দাদাকে দেখে একদিন ভাইও চলে গিয়েছিল ওখানে। সেই থেকে কোচ মেহরাজউদ্দিনের (‌চিনা)‌ তত্ত্বাবধানে নিজেকে পরিণত করে তুলছে বক্সিংয়ে। ২০১৯ মোটামুটি ওর সাফল্যের বছর। তৈরি হচ্ছিল এবছর আরও অনেক সাফল্যের জন্য। কিন্তু সব পরিকল্পনাই আপাতত শিকেয়। বক্সিং রিংয়ে নয়, সবন এখন ঘরে বসে। দিনের পর দিন অসহায়ভাবে দেখতে হচ্ছে আর্থিক সঙ্কটের বিরুদ্ধে বাবার লড়াই।

    একেবারে অস্বচ্ছল পরিবার থেকে খেলতে আসা ছেলে নয় সবন। ওর বাবা কামরান জুহা একটি বেসরকারি সংস্থায় অ্যাকাউন্টস বিভাগে চাকরি করতেন। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে ওই সংস্থা বন্ধ। তারপরও কলকাতা হাইকোর্টের আইনজীবী সুমিত কুমার চক্রবর্তীর চেম্বারে পার্ট টাইমের কাজ করছিলেন। টেনেটুনে সংসার চলে যাচ্ছিল। লকডাউন শুরু হতেই সেই কাজটিও অনিয়মিত হয়ে পড়ে। সংসারে আরও সঙ্কট নেমে আসে লকডাউনের মধ্যে ২৫ জুলাই। জীবনাবসান হয় ওই আইনজীবীর। সেই থেকে কামরান জুহা পুরোপুরি ‘‌বেকার’‌ হয়ে পড়েছেন।

    কামরান বলছিলেন, ‘কী করব, বুঝে উঠতে পারছি না!‌ সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। ব্যাঙ্ক থেকে লোন নিয়েছিলাম। সেটাও শোধ করতে পারছি না। দিনদিন যা হাল হচ্ছে, ছেলের খেলা, লেখাপড়া বন্ধ করে দিতে না হয়!‌ জানেন তো ভাল খেলতে গেলে ভাল ভাল খাবার দরকার। অন্য খরচও আছে। পেট ভরাতেই হিমশিম অবস্থা। কোথা থেকে ওকে ভাল খাবার দেব!‌‌’‌ 

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...