28 C
Kolkata
Monday, September 25, 2023
More

    বাবা খোঁজ রাখেন না, মা-র বিড়ি বাঁধাও বন্ধ, হারিয়ে যাবে সাথী? – নির্মলকুমার সাহা

    ২০১৫, ২০১৬, ২০১৮, ২০১৯ ও ২০২০। পাঁচটি বয়সভিত্তিক জাতীয় ভলিবল প্রতিযোগিতায় বাংলার হয়ে খেলেছে। পাঁচটিতেই বাংলা চ্যাম্পিয়ন। শুধু তাই নয়, ২০১৮-‌তে থাইল্যান্ডে ইউথ এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করেছে। ওখানেই খেলেছে প্রিন্সেস কাপ ভলিবলেও ভারতীয় যুব দলের হয়ে। ত্রিবেনীর সেই সাথী দাসের লড়াই এখন আর শুধু ভলিবল কোর্টে নয়, সংসারে দারিদ্র‌্যের বিরুদ্ধেও।

    মগরা ভলিবল অ্যাকাডেমিতে অল্প বয়সেই খেলা শুরু করেছিল সাথী। এখনও ওখানেই নিয়মিত ওর ভলিবলচর্চা কোচ প্রভাত ঘোষের কাছে। কলকাতা সুপার ডিভিশন ভলিবল লিগে সাথী টালিগঞ্জ সুভাষ সঙ্ঘ হয়ে গত মরসুমে ছিল রবীন্দ্র স্মৃতি সঙ্ঘের খেলোয়াড়। এবার আবার ফিরে যেতে পারে টালিগঞ্জ সুভাষ সঙ্ঘে। ২০১৫ ও ২০১৬, পরপর দু’‌বার বেঙ্গালুরু ও মধ্যপ্রদেশে মিনি ন্যাশনালে চ্যাম্পিয়ন বাংলার সদস্য। ২০১৮ ও ২০১৯, পরপর দু’‌বার রাজস্থান ও ওড়িশায় সাব জুনিয়র ন্যাশনালেও ছিল চ্যাম্পিয়ন বাংলা দলে। আর এবছর, ২০২০-‌তে জানুয়ারির শেষ সপ্তাহে অন্ধ্রপ্রদেশের রাজামপেটে জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। সেই দলেও ছিল সাথী।

    ত্রিবেনীর বাসুদেবপুরে সাথীদের বাড়ি। বাবা সিন্টু দাস, মা সুলেখা দাস। তিন বছর হল সিন্টুর সঙ্গে স্ত্রী সুলেখা ও মেয়ে সাথীর কোনও সম্পর্ক নেই। আলাদা থাকেন সিন্টু। স্ত্রী, মেয়ের কোনও খোঁজ রাখেন না। সংসার চালানোর, খেলার মাঠে মেয়ের স্বপ্নপূরণের জন্য পাশে থাকার সব দায়িত্ব তিন বছর ধরেই পুরোপুরি সুলেখার কাঁধে। এর জন্য তিনি বেছে নেন বিড়ি বাঁধার কাজ। অর্ডার নিয়ে বাড়িতে বসেই বিড়ি বাঁধেন। করোনা-‌লকডাউন শুরু হতেই সেই অর্ডার বন্ধ হয়ে যায়। কয়েকমাসের জন্য বেকার হয়ে যান। এখন আনলকেও কাজ প্রায় বন্ধ। আগের মতো আর অর্ডার পাচ্ছেন না। সুলেখা বলছিলেন, ‘‌কবে সব ঠিক হবে, জানি না। ভীষণ সমস্যার মধ্যে আছি। ফ্রি রেশনটাই এখন ভরসা। আর মেয়ের ভলিবল অ্যাকাডেমি থেকে কিছুটা সাহায্য। এভাবেই বেঁচে আছি!‌’‌

    ত্রিবেনী গার্লস হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী সাথী বলছিল, ‘‌দিন দিন চিন্তা বাড়ছে। কীভাবে লেখাপড়া, খেলাধুলোর খরচ মা চালাবেন, বুঝতে পারছি না। শেষ পর্যন্ত খেলা ছেড়ে দিতে না হয়!‌’

    ‌এভাবেই ভলিবল কোর্ট থেকে হারিয়ে যাবে না তো সাথী?‌ 

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...

    চিনের কাছে ৫-১ গোলে হারল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পেনাল্টি বাঁচালেন ভারতের (Indian Football Team) গোলকিপার গুরমীত। দুর্দান্ত গোল করে ভারতের হয়ে...

    বিশ্ব বাজারে রেকর্ড অস্ত্র বিক্রি করল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : আমদানি নয়, বিশ্ববাজারে অস্ত্র বিক্রির আশা শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় "প্রতিভা ও...