দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
অদ্ভুত রেকর্ড করলেন দেশের খুদে দাবাড়ু আর প্রজ্ঞানন্দ। তিনি যে কীর্তি গড়েছেন, সেটা অভাবনীয় সাফল্য বললেও বোধহয় কম বলা হবে। অনলাইন ব়্যাপিড চেস টুর্নামেন্ট এয়ারথিংস মাস্টার্সের অষ্টম রাউন্ডে বিশ্বের ১ নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে কার্যত উড়িয়ে দিলেন ভারতের খুদে গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ। ৪০-র কম দানে কুপোকাত করলেন বিশ্বের এক নম্বর দাবাড়ুকে।
সোমবার টুর্নামেন্টে দুরন্ত গতিতে এগোচ্ছিলেন কার্লসেন। পরপর তিনটে স্ট্রেট গেমে জয়লাভ করেছিলেন তিনি। তারপরই তাঁকে থেমে যেতে হয়। অবশেষে কালো রংয়ের গুটিতে ৩৯ দানে জয়লাভ করেন প্রজ্ঞানন্দ।