দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ স্মরণীয় করে রাখলেন ভারতের নিখাত জারিন। ৫২ কেজি বিভাগের ফাইনালে সোনা জেতেন তিনি। পঞ্চম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তেলেঙ্গানা ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসার নিখাত।
অভিষেকেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন নিখাত। ব্রাজিলের মহিলা বক্সারকে উড়িয়ে ফাইনালে উঠেছিলেন ২৫ বছরের ভারতীয় কন্যা। ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন থাইল্যান্ডের জিটপং জুটামাস। চূড়ান্ত লড়াইয়ে নিখাতের সামনে দাঁড়াতেই পারেননি তাঁর প্রতিপক্ষ। ৫-০ ফলে জেতেন নিখাত।