কমনওয়েলথ গেমসে খাতা খুলল ভারত। দেশের প্রথম পদক এল ভারোত্তোলন থেকে। পুরুষদের ভারোত্তোলনের ৫৫ কেজি বিভাগে দেশকে রুপো এনে দিলেন সংকেত সারগর। ফাইনাল চলাকালীনই চোট পান সংকেত। সেকারণেই সোনা হাতছাড়া হয়ে গেল তাঁর। সোনা পেলেন মালয়েশিয়ার বিন কাসদান। দু’বারের চেষ্টায় সব মিলিয়ে ২৪৯ কেজি ভার উত্তোলন করেছেন তিনি। মাত্র ১ কেজি কম ওজন তুলে রুপো পেয়েছেন ভারতের সংকেত। এটিই এবারের গেমসে ভারতের জেতা প্রথম পদক।
আসলে ফাইনালের দ্বিতীয় বার ভারত্তোলন করতে গিয়েই কনুইয়ে চোট পেয়ে যান সংকেত। কিন্তু সেই যন্ত্রণা নিয়েও ৫৫ কেজি ক্লিন এন্ড জার্ক বিভাগে দ্বিতীয় চেষ্টায় ১৩৮ কেজি ওজন তোলেন সংকেত। তৃতীয়বার তিনি ১৪১ কেজি ওজন তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু চোটের জন্য সেটা সম্ভব হয়নি। নাহলে সোনার পদক তার খাতাতেই আসত।
এমনিতে কমনওয়লেথ গেমসের শুরুর দিকটা ভালই হয়েছে ভারতের। প্রথম দিন হকিতে পুল এ ম্যাচে ৫-০ গোলে ঘানাকে উড়িয়ে দিয়েছে ভারতীয় মহিলা দল। সাঁতারের বিভিন্ন ইভেন্টেও ফাইনালে উঠেছে ভারত। তবে দ্বিতীয় দিন ভারতের সবচেয়ে বেশি পদকের আশা রয়েছে ভারোত্তোলন থেকেই। ভারত্তোলেন সংকেত ইতিমধ্যেই দেশকে প্রথম পদক এনে দিয়েছেন। এছাড়াও মীরাবাঈ চানু , পি গুরুরাজ, এস বিন্দ্যারানি দেবীদের কাছ থেকেও পদকের আশায় রয়েছেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।
আরো খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল — The Calcutta Mirror