দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আফসোস সেরা লাফ দিয়েও সোনা হাতছাড়া মুরালি শ্রীশঙ্করের। রুপো জিতলেন শ্রীশঙ্কর। মুরালির ৮.০৮ মিটার লাফই সর্বোচ্চ থাকার সত্ত্বেও সোনার বদলে কেন রুপো পেলেন? বাহামাসের লাকুয়ান নারিনও একই দূরত্ব অতিক্রম করার ফলে, দুই জাম্পারের দূরত্ব সমান নির্ধারিত হয়। কমনওয়েলথ নিয়ম অনুযায়ী দ্বিতীয় সেরা প্রয়াস পদক নির্ধারণের দাবিদার। মুরালির দ্বিতীয় সেরা জাম্প ৭.৮৪ মিটার। বাহামাস লং জাম্পে ৭.৯৮ মিটার অতিক্রম করেন দ্বিতীয় সেরা বাছাইয়ে


। স্বভাবিকভাবেই লাকুয়ানের স্বর্ণপদক জয়ে, সোনা হাতছাড়া মুরালির। রুপো জিতে ইতিহাস সৃষ্টিকারী মুরালি কমনওয়েলথ গেমসে পুরুষদের বিভাগে রুপোজয়ী দেশের প্রথম লং জাম্পার। চলতি কমনওয়েলথ গেমসে ১৯টি পদক জয়ের তালিকায় ছেলেদের লং জাম্প ইভেন্টে রুপো পেয়ে কেরালার ২৩ বছরের মুরালি শ্রীশঙ্করের নাম খোদাই করা হল। ৮.০৮ মিটার দুরত্ব অতিক্রমে সেরা লাফ! অবশেষে রুপোর পদক জয় মুরলির। ভারতের আর এক প্রতিযোগী আনিস ইয়াহিয়া সেরা লাফে ৭.৯৭ মিটার অতিক্রম করেন পঞ্চম স্থানে শেষ করেন।

