দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে তৃতীয় সোনা এনে দিয়েছেন হাওড়া অচিন্ত্য শিউলি। ২১ বছরের এই ভারোত্তোলক বার্মিংহাম কমনওয়েলথ গেমসের ছেলেদের ৭৩ কেজি বিভাগে গেমস রেকর্ড করে গোল্ড মেডেল গলায় ঝুলিয়েছেন। তার সাফল্যে উচ্ছ্বসিত দেশবাসী। অত্যন্ত নিম্নবিত্ত পরিবারের ছেলে অচিন্ত্য। বাবা বছরখানেক আগে মারা গিয়েছেন। ছিলেন ভ্যানচালক। দাদা ভাইয়ের জন্য পড়াশোনা বিসর্জন দিয়েছেন। মা এবং দাদাকে নিয়ে ছোট্ট সংসার। অচিন্তর সাফল্যের কথা শুনে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল টালি ছোট্ট ঘরে।
সকলেই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন কখন ঘরে ফিরবেন অচিন্ত্য। এবার কলকাতা বিমানবন্দরে অবতরণ করল অচিন্তর বিমান। তাকে শুভেচ্ছা জানাতে কাতারে কাতারে লোক উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রী তাকেই গলায় ফুলের মালা, ফুলে তোড়া দিয়ে অভিবাদন জানান। সেই সঙ্গে মিষ্টিমুখ করানো হয় তাকে। অচিন্ত্য তার জয় উৎসর্গ করেছেন তার দাদা এবং মাকে।