দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ক্রোয়েশিয়ার বোর্না কোরিককে হারিয়ে ভিয়েনা ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন অস্ট্রেলিয়ান ওপেন জয়ী বর্তমানে বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। বুলগেরিয়ায় অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে শেষ আটে পৌঁছতে কোরিককে ৭-৬ (১৩-১১) ৬-৩ -এ পরাস্ত করেন তিনি।
জকোভিচকে একমাত্র অতিক্রম করে যেতে পারেন রাফায়েল নাদাল। কিন্তু সেক্ষেত্রে তাকে আগামী মাসের সোফিয়া ইভেন্টে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিতে হবে। তবে ভিয়েনা ওপেনের পদক যদি একবার হাতে আসে জকোভিচের, তাহলে আর তাতে অতিক্রম করা সম্ভব হবে না না দলের পক্ষে।
ইতালির লোরেঞ্জো সোনেগো অথবা পোল্যান্ডের হার্বার্ট হুরকাকজের আগামী ম্যাচে মাঠে নামতে চলেছেন নোভাক জকোভিচ। ইউএস ওপেন কোয়াটার ফাইনালিস্ট কোরিকের বিরুদ্ধে টাইট ওপেনারে ৪ পয়েন্ট সংগ্রহ করে রেখেছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় সেটে তাড়াতাড়ি ভেঙে পড়ার ফলে সহজ জয় তুলে নেন জকোভিচ।


২০২০ সালে এখনো পর্যন্ত পাঁচটি ওপেন জিতেছেন তিনি। একমাত্র ইউএস এবং ফ্রেঞ্চ ওপেনেই নাদালের সামনে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে তাকে। এই বছরের শেষ অবধি প্রথম স্থানে শেষ করতে পারলে পিট স্যাম্প্রাসের রেকর্ড ছুঁয়ে ফেলবেন তিনি।