দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ২০২০ সালের ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ালেন তিনবারের বিজয়ী টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। বুধবারই তাঁর দ্বিতীয় রাউন্ডের ম্যাচ ছিল বুলগেরিয়ার পিরনকোভার বিরুদ্ধে। কিন্তু বাধ সাধলো অ্যাকিলিস টেনডনের হটাত্ চোট।
২৩ বার গ্র্যান্ড স্ল্যাম জেতা এই ৩৯ বছর বয়সী আমেরিকান তারকা’র এবারের স্বপ্ন অপূর্ণ রয়ে গেল। তিনি চেয়েছিলেন মার্গারেট কোর্টের ২৪ বার গ্র্যান্ড স্ল্যাম বিজয়ের রেকর্ডকে ছু্ঁয়ে ফেলতে। তবে অ্যাকিলিস টেনডনে চোটের কারণে তা আর সম্ভব হলো না। প্রসঙ্গত উল্লেখ্য এমাসের প্রথম দিকে ইউএস ওপেনের সেমিফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে এই চোটটি পান সেরেনা।
সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন,”আমার মনে হয় আমাকে চার বা ছয় সপ্তাহ শুধুমাত্র শুয়ে বসে কাটাতে হবে। আমি ঠিক করে চলতে অবধি পারছিনা, অ্যাকিলিসের চোট এমন একটা সমস্যা যা আপনি ভুলেই চাইবেন না। কিন্তু মুশকিল একটাই তাড়াতাড়ি সেরে ওঠা অসম্ভব।”
আরো পড়ুনঃ ফ্রেঞ্চ ওপেনে জয়ে শুরু নাদাল-সেরেনার
উল্লেখ্য, এই চোটের কারণেই প্রথম রাউন্ডের ম্যাচেও আমেরিকান টেনিস তারকা ক্রিস্টি অ্যানকে হারাতে যথেষ্ট সমস্যা হয়েছিল সেরেনার। ম্যাচ শেষে তিনি নিজেই বলেন “সেকেন্ড সেটে আমি বুঝতে পেরেছিলাম আমাকে খুঁড়িয়ে চলতে হচ্ছে। আর তাই আমি সোজা হাঁটার চেষ্টা করছিলাম। আমি সব সময় আমার ১০০% দেবার চেষ্টা করেছি।”


অ্যাকিলিস টেনডন শরীরের বৃহত্তম এবং শক্তিশালী টেনডন । যখন কাফ মাসল নমনীয় হয়, অ্যাকিলিস ট্যান্ডন গোড়ালিকে টান দেয়, আর এভাবে পা কে আন্দোলিত হতে সাহায্য করে। এই আন্দোলন আমাদের হাঁটার সময়, দৌড়ানো বা লাফ দেওয়ার সময় আমাদের পায়ের আঙ্গুলে শরীরকে দাঁড়াতে দেয়।