দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ফরাসি ওপেনের প্রথম সেমিফাইনালে আজ পোল্যান্ডের ইগা সিয়াটেক হারিয়ে দিলেন আর্জেন্টিনার সেমি ফাইনালিস্ট নাদিয়া পোদোরস্কা। দৃঢ়তার সঙ্গে কঠিন লড়াই দিলেও আজ ইগাকে কোনভাবেই ব্যাকফুটে ঠেলে দিতে পারেননি নাদিয়া। ইগার সম্পূর্ণ ডমিনেশনের ফলে ৬-২, ৬-১ গেমে পরাজিত হতে হয় তাকে। পোল্যান্ডের এই টেনিস তারকা আজ যেভাবে আক্রমণাত্মক হয়ে ওঠেন শুরু থেকেই তার কোন জবাব ছিলনা নাদিয়ার কাছে।
আরও পড়ুনঃ ফরাসি ওপেনে ‘বেটিং’ এর কালো ছায়া ভেদ করেই নজির গড়লেন নাদিয়া পোদোরস্কা
অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে পেত্রা কভিতোভাকে হারিয়ে ফাইনালে উঠলেন অস্ট্রেলিয়ান ওপেন জয়ী সফিয়া কেনিন। এক্ষেত্রে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই ছিল কোর্টের মধ্যে। হেরে যাবার আগে অবধি একটুও মাটি ছাড়েননি কভিতোভা।শেষ পর্যন্ত আমেরিকান টেনিস তারকা কেনিনের অপূর্ব স্কিলের কাছে ৬-৪ ও ৭-৫ গেমে পরাজিত হন পেত্রা।
সোফিয়া কেনিন ইগা সিয়াটেক
এর ফলে ২০০৩ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার ফরাসি ওপেনের ফাইনালে মুখোমুখি হতে চলেছেন দুজন সবচেয়ে কম বয়সী তরুণী। শনিবার রোল্যান্ড-গ্রসে ফাইনালে মুখোমুখি হতে চলা পোল্যান্ডের ইগার বয়স এখন ১৯, অপরপক্ষে সফিয়া কেনিনের বয়স ২১ বছর।
ফাইনাল সম্পর্কে জানাতে গিয়ে ইগা বলেন, “এর আগে ফ্রেঞ্চ ওপেন জুনিয়র্সে আমরা খেলেছিলাম। কাছাকাছি এসে ওর কাছে হেরে গিয়েছিলাম আমি।তবে এবার আমি ফাইনালের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছি যাতে আমি আমার সর্বোত্তম খেলাটি খেলতে পারি।”
অপরপক্ষে তার বিপক্ষীয় পার্টনার কেনিন জানান, “আমি অস্ট্রেলিয়ায় জিতেছিলাম এবং গতসপ্তাহেও এমন কয়েকটি কঠিন ম্যাচের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাকে,যা আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছে । আমি আজ এই মুহূর্তটিকে উপভোগ করতে চাই, কাল থেকে ফাইনালের জন্য প্রস্তুতি নেব। “