দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: রবিবারের ফরাসি ওপেনের পুরুষদের সিঙ্গলসের ফাইনালে এই মুহূর্তে বিশ্বের দুই হেভিওয়েট টেনিস তারকার মধ্যের অতি প্রত্যাশিত লড়াই ছিল। রাফায়েল নাদাল বনাম নোভাক জোকোভিচের মধ্যে ডার্বি লড়াইয়ের আশা করেছিলেন টেনিস অনুরাগীরা। কিন্তু সার্বিয়ান তারকাকে ফাইনালে নাদালের সামনে খুবই ম্রিয়মাণ লাগলো। ফলে ১৩ বার ফরাসি ওপেনের জয়ের নজির গড়েন নাদাল।
তবে জকভিচের খেলায় ক্লান্তির ছাপ কিন্ত সেমিফাইনাল থেকেই দেখতে পাওয়া গিয়েছিল। সেদিন পাঁচ সেটের লড়াইয়ে সিসিসিপাসকে হারানো জকভিচের খেলায় ক্লান্তির ছাপ ছিল। ম্যাচের প্রথম গেমেই প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে দেন নাদাল। সেখানেই থামেননি তিনি। জেতেন নোভাক জোকোভিচের পরের দুই সার্ভিস গেমও। ৬-০ গেমে প্রথম সেট জয়ের দাপুটে পারফরম্যান্স শেষ পর্যন্ত ধরে রাখেন স্প্যানিয়ার্ড।
এমনিতেও প্রথম দু’সেটে প্রতিপক্ষকে ম্যাচে কোনওরকম সুযোগ দেননি নাদাল। তৃতীয় সেটের মাঝপথে ম্যাচে প্রথম প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা জোকার। কিন্তু পাল্টা জবাব দিতে দেরি করেননি নাদাল। এরপরে আর কোনওরকম কোন সুযোগ ম্যাচে তৈরি করতে পারেননি জোকার।
তাঁর এই বিধ্বংসী ফর্মের সামনে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি জোকার। তার ফলে ওপেন যুগে পুরুষ সিঙ্গলসে রজার ফেডেরারের ২০ টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ডও স্পর্শ করেন। রোলাঁ গারোঁয় রবিবার এটিপি ক্রমতালিকায় শীর্ষ দুই তারকার মধ্যে লড়াই একেবারে একপেশে হল। সার্বিয়ান তারকা শুধু লড়লেন তৃতীয় সেটে। ফলে ৬-০, ৬-২, ৭-৫ গেমে জিতে ফের ক্লে কোর্টের রাজা হলেন নাদাল।