দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:একুশের নির্বাচনে সরগরম নন্দীগ্রাম।একদিকে খোদ মুখ্যমন্ত্রী তো অন্যদিকে শুভেন্দু অধিকারী।গতকালই নন্দীগ্রামে সভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ সেই নন্দীগ্রামের সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল ধরিয়ে দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য বিজেপির তরফে একাধিক বার অভিযোগ করা হয়েছে মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী।সেকথা ভুল প্রমাণিত করতে গতকালই নন্দীগ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন “আমি হিন্দু ঘরের মেয়ে, চণ্ডীপাঠ করে বাড়ি থেকে বের হই। সব ধর্মের মানুষ নিজের ধর্মকে সম্মান করেন। আমায় হিন্দু ধর্ম শেখাচ্ছে?আমার সঙ্গে হিন্দু কার্ড খেলতে যাবেন না। হিন্দুধর্ম মানুষকে ভালবাসতে শিখিয়েছে।”এরপরেই মঞ্চ থেকে বেশ কিছুক্ষণ চণ্ডীপাঠ করেন মুখ্যমন্ত্রী।
কিন্তু আজ নন্দীগ্রামের সভা থেকে শুভেন্দু অধিকারী দাবি করেছেন বিজেপিকে হিন্দুত্ব শেখাতে গিয়ে অতীতে ভুল সরস্বতী মন্ত্রপাঠের মতোই ভুল চণ্ডীপাঠ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন “চণ্ডীপাঠ মাননীয় যা করেছেন, তা বলার মতো নয়। মা চণ্ডী মঙ্গল করুন…“এরপরেই মোবাইল রেকর্ডিং চালিয়ে দেন তিনি।
আরও পড়ুন:রাজ্যে কংগ্রেসের ভাটা পড়লেও জনপ্রিয়তা কমেনি বহরমপুরের “রবিনহুড” অধীর চৌধুরীর
এছাড়া শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন, ‘মমতাকে কেন বলতে হচ্ছে কেন, ওঁ হিন্দু?’ এরপরেই মমতাকে চ্যলেঞ্জ করে তিনি বলেন, “যদি ওঁ জেতে তাহলে টিপ কাটা, গলায় কণ্ঠী আর ধুতি পরা বন্ধ হবে।”শুরু থেকেই নন্দীগ্রামকে নিজের “লাকি জায়গা ” বলে আসছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে শুভেন্দু অধিকারীও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন নন্দীগ্রাম থেকেই হাফ লাখ ভোটে জয়ী হবেন তিনি। তবে শেষমেশ বল কোনদিকে গড়ায় তা জানতে অপেক্ষা করতে হবে ২ মে পর্যন্ত।