দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:নন্দীগ্রামে প্রচারে গিয়ে গুরুতর চোট পেলেন মুখ্যমন্ত্রী। জানা গেছে মুখ্যমন্ত্রী বাঁপায়ে চোট পেয়েছেন।জানা যায় তাঁর পা ফুলেও গিয়েছে।আঘাত পেয়ে প্রচন্ড যন্ত্রণায় কাতরাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এছাড়াও দেখা যায় কপালেও চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী।চোখে মুখে ক্লান্তির ছাপ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন তাঁর গায়ে জ্বর রয়েছে, বুকেও ব্যাথা হচ্ছে। তাই এই অবস্থায় তাঁকে দ্রুত গ্রিন করিডোর করে কলকাতায় আনা হচ্ছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন রেয়াপাড়ায় একটি মন্দিরে পুজো দিয়ে বেরনোর সময় চার-পাঁচজন ধাক্কা মেরে তাঁকে ফেলে দিয়েছে।তাই প্রচার মাঝপথে বন্ধ রেখেই চিকিৎসার জন্য কলকাতায় ফিরিয়ে আনা হচ্ছে তাঁকে। ঘটনার সময় স্থানীয় পুলিশের কেউ ঘটনাস্থলে ছিল না বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে জেড প্লাস নিরাপত্তা পান তিনি। তাই এই অবস্থায় তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
রাস্তায় গাড়িতে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘‘ভিড়ের মধ্যে ৪-৫ জন বাইরে থেকে ঢুকে পড়েছিল। ধাক্কা মেরে ফেলে দেয় আমাকে। ইচ্ছাকৃত ভাবে ধাক্কা মারা হয়। এর পিছনে ষড়যন্ত্র ছিল।’’ পা দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন তাঁর পা অনেকটা ফুলে গিয়েছে। জানা গেছে কলকাতার এস এস কে এম হাসপাতালে নিয়ে আসা হচ্ছে তাঁকে।
মুখ্যমন্ত্রীর চোট পাওয়ার খবর দেখে বিজেপি নেতা অর্জুন সিং বলেছেন “নাটক করছেন মুখ্যমন্ত্রী।”পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন “জেড প্লাস সিকিউরিটি পাওয়ার পরেও কি করে চোট পেলেন মুখ্যমন্ত্রী। ” অন্য দিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন “রাজনৈতিক ভন্ডামি করছেন মমতা। “
অন্যদিকে বিজেপির রাজ্য দিলীপ ঘোষ বলেছেন মুখ্যমন্ত্রীর আঘাত পাওয়ার ঘটনার তদন্ত হওয়া প্রয়োজন। তিনি প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে জেড প্লাস নিরাপত্তা পাওয়ার পরেও যদি মুখ্যমন্ত্রীর সাথে এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ নিরাপত্তা কোথায়? তবে পাশাপাশি কটাক্ষ করে তিনি বলেছেন “মাটিতে পা রাখলে তো তিনি পড়ে যাচ্ছেন তাই উনি হেলিকপ্টারে চড়ছেন। “
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, “মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করি। দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন। অভিযোগ গুরুতর। তদন্ত করে খতিয়ে দেখা উচিত। তদন্ত প্রয়োজন। সকলেই জানতে চাইছেন, ঠিক কী ঘটেছে।”
অন্যদিকে প্রবীণ নেতা শিশির অধিকারী বলেছেন “পুরো ঘটনাটার তদন্ত হওয়া প্রয়োজন। এখনই রাজনৈতিক আলোচনা করার সময় নয়। ওনার সুস্থ হওয়াটা আগে জরুরী। “
আজ হলদিয়ায় মনোনয়নপত্র জমা দিয়ে নন্দীগ্রামে ফিরে আসেন মমতা। জানা গেছে রেয়াপাড়ায়
রানিচকের একটি মন্দির থেকে বেরনোর সময়ই ভিড়ের মধ্যে থেকে তাঁকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ।ভিড়ের মধ্যে আচমকা ধাক্কায় পড়ে গিয়ে চোট পান মমতা।দেহরক্ষীরাই তাঁকে তুলে গাড়িতে নিয়ে যান । প্রথমে রেয়াপাড়ায় ভাড়া বাড়ির উদ্দেশে গাড়ি রওনা দিলেও অসম্ভব যন্ত্রণা অনুভব করেন তিনি। এরপর দ্রুত তাঁকে কলকাতায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।