দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:গুরুতর চোট পেয়ে কলকাতার এসএসকেএমএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জখম অবস্থাতেই গতকাল সন্ধ্যায় গাড়িতে বসেই মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন ষড়যন্ত্র করে চার পাঁচজন মিলে তাঁকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে।ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ঘটনার প্রাথমিক রিপোর্ট।অথচ সেখানে মুখ্যমন্ত্রীর করা হখমলার দাবির কোনো উল্লেখই নেই।
জানা গেছে রিপোর্টে ঘটনাক্রম ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের উল্লেখ রয়েছে। অথচ কোনও হামলা কিংবা ষড়যন্ত্রের উল্লেখ নেই।উল্টে দুর্ঘটনার দিকেই ইঙ্গিত রয়েছে রিপোর্টেে।পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হতে পারে।
মুখ্যমন্ত্রীর জখম হওয়ার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি।একদিকে গতকাল নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ঠিক কী ঘটেছিল, তার তদন্তের দাবি জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে যাচ্ছে রাজ্য বিজেপির প্রতিনিধি দল। অন্যদিকে, পিছিয়ে নেই ঘাসফুল শিবিরও। তৃণমূলের প্রতিনিধি দলও অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বলে খবর।
জানা গেছে এসবের মধ্যেই আহত রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখতে রাজ্য বিজেপির তরফে আজ হাসপাতালে গিয়েছিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য এবং তথাগত রায়। অন্য দিকে মুখ্যমন্ত্রীর জখম হওয়ার ঘটনাকে “নাটক” বলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন , “মুখ্যমন্ত্রী আহত হয়েছেন। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি। কিন্তু জেড প্লাস নিরাপত্তা থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীকে ধাক্কা দিল কে? এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। মানুষ এসব নাটক দেখে অভ্যস্ত হয়ে গিয়েছে।”