দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:ভোটের মুখে রাজ্যজুড়ে অব্যাহত রাজনৈতিক হিংসা। আজ ফের নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এবং ধর্মেন্দ্র প্রধানের রোড শো এর আগে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনার জেরে প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা গেছে এবিষয়ে অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি।
উল্লেখ্য ইতিপূর্বেই গতকাল সন্ধ্যায় নন্দীগ্রামেই বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় মহিলারা তাঁর গাড়ি ঘিরে ধরে ঝাঁটা, জুতো এবং কালো পতাকা দেখিয়েছিল। পরে পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আরও পড়ুন:নির্বাচনের মুখে আরও এক দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট
অন্যদিকে গতকালই উওর ২৪ পরগণার ভাটপাড়ায় বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটে। এই ঘটনায় এক বৃদ্ধ এবং এক কিশোর আহত হয়। পুলিশের উপস্থিতিতে বোমাবাজির ঘটনা ঘটায় পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলে আজ অর্জুন সিং নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলেন জানা গেছে।