দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় অবশেষে বিজেপি প্রার্থী পদ দখল করেই নিলেন। জল্পনা বাস্তব হল। বেহালা পশ্চিম থেকে একুশের বিধানসভা নির্বাচন লড়বেন অভিনেত্রী। আর তার পাশের কেন্দ্রেই রয়েছেন অপর টলি অভিনেত্রী পায়েল সরকার। প্রথমে বেহালা পশ্চিমে শোভন চট্টোপাধ্যায়কে টিকিট দেওয়ার কথা থাকলেও তাঁর ইচ্ছা ছিল পূর্বে থেকে ভোট লড়া। সে জায়গায় পায়েলকে দাঁড় করালে অপমানিত বোধ করে দল ছেড়ে বেড়িয়ে যান শোভন। সম্প্রতি পশ্চিম বেহালার বিজেপি প্রার্থী হলেন শ্রাবন্তী।
এদিন বিজেপি পঞ্চম থেকে অষ্টম দফার সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করে। জানা যায়, ভবানীপুর থেকে ভোট লড়বেন রুদ্রনীল,বারাহনগরে বিজেপি প্রার্থী পার্নো মিত্র, উত্তরবঙ্গে ময়নাগুড়ি থেকে লড়বেন কৌশিক রায়। আর এই তারকার মাঝেই রয়েছেন শ্রাবন্তীও।
কিছুদিন আগেই অশোক দিন্দার প্রচারে শ্রাবন্তী ঘোষণা করেন তিনিও শীঘ্রই প্রার্থী হতে চলেছেন। শাসক দলের নিশ্চিতি না থাকলেও নিজেই এই ঘোষণা করেন নায়িকা, এমনটাই মনে করা হয়। শ্রাবন্তী বলেছিলেন, “এত বছর ধরে আমি অভিনয় জগতে ছিলাম। এখন আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছে। খুব শীঘ্রই আমি প্রার্থী হতে চলেছি। তাই আপনাদের আশীর্বাদ চাইছি।” বাস্তব হল অভিনেত্রী তথা বিজেপি সদস্যের এই ঘোষণা।