দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:প্রার্থী তালিকা ঘোষণার পরেও অব্যাহত তৃণমূলে তারকা যোগদান পর্ব। আজ সেই তালিকায় যুক্ত হলেন টেলিভিশন জগতের জনপ্রিয় তারকা জুটি নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। জল্পনাকে সত্যি করে আজই তৃণমূল ভবনে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েনের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন এই তারকা দম্পতি।
উল্লেখ্য ফেব্রুয়ারিতেই এই তারকা জুটির বিয়ের দিন বর-কনেকে আশীর্বাদ করতে হাজির হয়েছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই তাঁদের তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়ে যায়।