দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:গতকালই বাঁকুড়ায় নির্বাচনী জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আজ সেই বাঁকুড়ারই কোতুলপুর, ইন্দাস ও বড়জোড়ায় পরপর মোট তিনটি জনসভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।উল্লেখ্য গতকালই নির্বাচনী ইস্তেহার তথা ‘সংকল্পপত্র’ প্রকাশ করেছে বিজেপি। সেই ইস্তেহারকে হাতিয়ার করে একাধিক ইস্যুতে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেত্রী।
বিজেপির ইস্তেহার কে গতকালই “জুমলা” বলে কটাক্ষ করেছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা সৌগত রায়। আর আজ বিজেপির এই ইস্তেহার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ”মমতাকে টুকলি করে কোনও লাভ নেই।”সেইসাথে মুখ্যমন্ত্রীর সংযোজন ”আমরা ৫০ শতাংশ মহিলা সংরক্ষণ দিয়েছি পঞ্চায়েতে, ওরা ৩৩ শতাংশ সংরক্ষণ দিচ্ছে। আপনারা ভোট দিন, না হলে বিজেপি এনপিআর দেখাবে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ওরা টুকলি করে। পরিবর্তন বাংলায় হবে না, পরিবর্তন দিল্লিতে হবে।”
বহিরাগত ইস্যুতে বিজেপিকে আগেও বহুবার আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী।আজও তার অন্যথা হল না। এদিনের সভা থেকেও বিজেপিকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন “বাইরে থেকে বর্গী আসছে। বর্গী ও বহিরাগতদের বিরুদ্ধে মা বোনেরা জোট বাঁধুন। ওরা ভেবেছিল আমি পায়ে চোট পেলে আর বাইরে আসব না। আমার নিঃশ্বাস যতক্ষণ চলবে, ততক্ষণ এক ইঞ্চি জমি ছাড়ব না। মা বোনেদের জীবন বাঁচানোর লড়াই এই লড়াই। মনে রাখবেন, আমি ভাঙি তবু মচকাই না।”
সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে নিজস্ব কায়দায় মুখ্যমন্ত্রী বলেন “মা বোনেদের বলতে এসেছি। যদি আপনারা আমাকে চান, একটা করে ভোট দেবেন। আগামী দিনে ১০ লক্ষ মেয়ের সেল্ফ হেল্প গ্রুপ করে দেব। আরও ব্যাঙ্কের ঋণ দেব।সবার বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেবে সরকার। বাড়ির মেয়েরা ৫০০ টাকা করে হাত খরচা পাবেন।
এরপরেই বিজেপি কে কাঠগড়ায় তুলে মুখ্যমন্ত্রী বলেন” গ্যাসের দাম ৪০০ থেকে ৯০০ টাকা করেছে। নির্বাচনের আগে ১০০ টাকা কমাবে, তারপর আবার বাড়াবে।বিজেপি বলেছিল ১৫ লক্ষ টাকা দেবে, দিয়েছে? ওরা নির্বাচনের আগে অনেক কথা বলে, আর নির্বাচন শেষ হলে পালিয়ে যায়, আর ডুগডুগি বাজায়। “
আরও পড়ুন:মোদীর কাঁথির সভাতেই কি বিজেপিতে যোগ দেবেন দলের প্রতি ক্ষুব্ধ দ্যিব্যেন্দু অধিকারী?
নন্দীগ্রামে প্রচারে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী।তারপর থেকে ভাঙা নিয়েই হুইলচেয়ারে বসে ভোট প্রচারে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী। সেদিনের সেই আঘাত পাওয়ার কথা সভা থেকেই একাধিক বার জনসাধারণের সাথে ভাগ করে নিয়েছেনছেনছেন তিনি।তবে বারবারই মুখ্যমন্ত্রী বলেছেন তাঁর পা ভাঙলেও রাজ্যের মা বোনেদের দুই পাই তাঁর ভরসা। এ প্রসঙ্গে এদিন তিনি বলেন সিপিএমকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে থাকেন একের পর এক প্রসঙ্গ। মমতা বলেন, “আগে বহুবার আমাকে আক্রমণ করা হয়েছে। এবার পায়ে আঘাত। একটা পা ক্ষত হয়েছে। তবে চিন্তা নেই। আমার একটা পা তাতে কী মা-বোনেদের দু’পায়ে ভরসা রেখে মনের জোরে লড়ব আমি।”
অন্যদিকে বামেদের কাঠগড়ায় তুলে অতীতের ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন “সিপিএম আমাকে অনেক মেরেছিল। আমার মাথা ভেঙে চৌচির করে দিয়েছিল। আমাকে ব্রেন অপারেশন করাতে হয়েছিল। আমাকে ওরা নর্দমায় ফেলে দেওয়ার চক্রান্ত করেছিল। এক জন পুলিশ গুরুপদ সোম বলে আমাকে বাঁচিয়েছিল। তখনও মৃত্যু থেকে ঘুরে এসেছিলাম।”