দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:বৃহস্পতিতে হাইভোল্টেজ নন্দীগ্রাম । যার দিকে নজর শুধু রাজ্যের নয় নজর রয়েছে গোটা দেশের। এবারের নন্দীগ্রামের ভোটটা অনান্যবারের তুলনায় বেশ আলাদা ।সম্মুখ সমরে প্রবল প্রতিদ্বন্দ্বী মমতা -শুভেন্দু। অন্যদিকে আবার তৃণমূল-বিজেপিকে কড়া টক্কর দিতে সংযুক্ত মোর্চার তরফে ভোটে দাঁড়িয়েছেন সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়।তবে আজ ভোটদান পর্ব শুরু হতেই সকাল সকাল গিয়ে ভোট দিয়ে এসেছেন নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। ভোট দিয়ে বেরিয়ে আসার সময় ভীমকাটায় শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। অন্যদিকে কালবেলাতেই ভোট দিয়ে এসেছেন সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ও।
আজ প্রথমবার নন্দীগ্রামের এই ভূমিপুত্র বিধায়ক হিসাবে নয় ভোটার হিসাবে ভোট দিলেন নন্দীগ্রামের ১নং ব্লকের নন্দনায়কবাড় বুথ থেকে। তাঁর পরনে ছিল সাদা পাজামা-পাঞ্জাবী এবং কপালে ছিল গেরুয়া তিলক। এদিন সকালে প্রথমে রেয়াপাড়ার দলীয় কার্যালয়ে যান শুভেন্দু। কাঁথির বাড়ি থেকে কালো স্করপিওতে চেপে ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা হলেও পেট্রল পাম্পের কাছে গাড়ি থেকে নেমে বাইকে করে ভোটকেন্দ্রে যান শুভেন্দু।
এদিন ভোট দিতে গিয়ে ভোটার কার্ড নিয়ে লাইনে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, ‘‘ভোটারদের কোনও অসুবিধায় ফেলতে চাই না।’’ কিন্তু ভোটারদের জোড়াজুড়িতে তিনি আগেই ভোট দিয়ে বেরিয়ে আসেন। ভোট দিয়ে বেরিয়ে শুভেন্দু বলেন “এবারে উন্নয়ন জিতবে এবং তোষণ পরাস্ত হবে।সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমার তরফ থেকে তেমন কোনও অভিযোগ নেই। দু’টি বুথে আমার এজেন্টদের বাধা দেওয়া হয়েছিল। তবে, সমস্যা মিটে গিয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট হোক। নিয়ম মেনেই হোক।” তবে এসবের মধ্যেই খবর আসে তিনি ভোট দিয়ে বেরনোর সময় ভীমকাটায় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় ।
অন্যদিকে আজ নন্দীগ্রামে ভোট দিয়েছেন সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। নন্দীগ্রামে এদিন ভেকুটিয়ায় গিয়ে নির্বাচন পরিস্থিতি ঘুরে দেখেন মীনাক্ষী৷ কথা বলেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে। ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ‘‘এখনও পর্যন্ত যা খবর পেয়েছি, মোটের উপর শান্তিপূর্ণ ভোট হচ্ছে৷ তবে কয়েকটি জায়গায় এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ এসেছে৷’’