দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে ঢুকে পড়ল একটি ষাঁড়। ঘটনাটা শুনতে তাজ্জব মনে হলেও ঘটনাটি একদম সত্যি।
আজ শনিবার সারাদিন মমতার ঠাসা কর্মসূচি ছিল। এই কর্মসূচির শেষ লগ্নে হাওড়ায় একটি রোড শোতে অংশ নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। দুপুরের পরে যখনই রোড চটি ইছাপুর থেকে শুরু হয়ে হাওড়া ময়দান হয়ে উত্তর হাওড়ার পিলখানা, জি টি রোড হয়ে সালকিয়ায় ঢুকতে যাচ্ছে, তখনই শুরু হয় এই ষাঁড়-এর তান্ডব। সালকিয়া পৌঁছানোর আগে হঠাৎ করেই বিশাল এই জনসাধারণের ভিড়ে ঢুকে পরে ঐ ষাঁড়টি। কিন্তু এই মিছিলে ঢুকে পড়ে খানিকটা দিকভ্রান্ত হয়ে পড়ে সে। চারিদিকের কোলাহল, স্লোগান, বাদ্যযন্ত্রের দাপটে ভয়ের চোটে পালাতে গেলে মিছিলে শুরু হয়ে যায় বিশৃঙ্খলা।
পুলিশ থেকে দলীয় সমর্থক, কেউই বাগে আনতে পারছিলেন না ওই ক্ষ্যাপা ষাঁড়টিকে। লাঠি দরি ইত্যাদি দিয়ে ষাঁড়টিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হলেও সেই চেষ্টা ব্যর্থ হয়। খ্যাপা ষাঁড়ের থেকে দূরে পালানোর জন্য মিছিলে ছোট চিঠি পড়ে যায়। শেষ পর্যন্ত কোনরকমে লাঠি উঁচিয়ে ষাঁড়টিকে এলাকাছাড়া করে পুলিশ।
এরূপ ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সম্পর্কে ফের একবার প্রশ্ন উঠে গেল। একটা ক্ষ্যাপা ষাঁড় কিভাবে এরকম একটি জনবহুল মিছিলে ঢুকে গেল, সেটাই বুঝতে পারছেন না বহু বিশেষজ্ঞ। যদিও পুলিশ শেষ পর্যন্ত ষাঁড়টিকে সরিয়ে দিতে সক্ষম হয়, কিন্তু তারপরেও রোড শো এবং মিছিলের দায়িত্বে থাকা পুলিশ অফিসারদের দায়িত্ববোধ ও কর্তব্যপরায়নতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।