দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচন বিভিন্ন দিক থেকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে বর্তমানে পশ্চিমবঙ্গের দুই হেভিওয়েট রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির কাছেও এই নির্বাচন একটি অগ্নিপরীক্ষা।
রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেস বিগত ১০ বছর ধরে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছে। এই 10 বছরের সময় কালে জনস্বার্থে যেমন তৃণমূল কংগ্রেস একাধিক পদক্ষেপ নিয়েছে, সেরকমই বিভিন্ন প্রতারণামূলক কার্যকলাপে জড়াতে দেখা গেছে বহু তৃণমূল নেতাকে। বহু তৃণমূল নেতা দল ছেড়ে বিজেপিতে যোগদানও করেছেন। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে গদি ধরে রাখা তৃণমূল কংগ্রেসের কাছে কার্যত চ্যালেঞ্জের।
এমতাবস্থায়, পশ্চিমবঙ্গের নির্বাচন এর আসন্ন দফা গুলিতে প্রচারের ঝড় তুলতে চাইছে তৃণমূল। আর সেই প্রচারে ঝড় তুলতে এবার রাজ্যের শাসক দল নিয়ে আসতে চলেছে এক তারকা প্রচারককে। এই তারকা প্রচারক হলেন অমিতাভ বচ্চনের স্ত্রী তথা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া বচ্চন।
সূত্রের খবর অনুযায়ী, রবিবার রাতেই কলকাতায় আসছেন জয়া বচ্চন। সোমবার দিন সকাল থেকেই নেমে পড়বেন তিনি প্রচারে। এদিন ঠাসা কর্মসূচি রয়েছে তার। সোমবার দিন প্রথমে সাড়ে তিনটে নাগাদ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে বসবেন তিনি। তারপর বিকেলের দিকে টালিগঞ্জে রোড শো করার কথা আছে তার। আগামী ৫-৮ ই এপ্রিল পর্যন্ত কলকাতাতেই থাকবেন জয়া বচ্চন।
জয়া বচ্চনের আগমনে তৃণমূল কংগ্রেসের প্রচার যে কিছুটা মাইলেজ পাবে, এমনটা মনে করছে বিভিন্ন রাজনৈতিক মহল। তবে তিনি এখানে এসে প্রচারে জনমানুষের সাড়া কতটা পান,সেটাই দেখার।