দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:তৃতীয় দফার ভোট মিটতেই আজ ফের পরবর্তী ভোট প্রচারে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ।ভোট প্রচারে আজ সিঙ্গুরে গিয়ে রাজ্যেবাসীকে ফের শিল্প গড়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। এদিন রোড চলাকালীন একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন “শুধু ছোট বা মাঝারি নয়, রাজ্যে বড় শিল্প আনবে বিজেপি। শিল্প ফিরবে সিঙ্গুরেও।”
উল্লেখ্য সম্প্রতি সিঙ্গুরে সভা করেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সভা থেকে সিঙ্গুরের মানুষের মন জয় করতে তিনিও বলেছিলেন “সিঙ্গুর আমার আন্দোলনের স্থান। সিঙ্গুরে আমার আবেগ জুড়ে রয়েছে। “ক্ষমতায় পিরে সিঙ্গুরে আ্যাগ্রোপার্ক তৈরির প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। এবার সেই মুখ্যমন্ত্রীর সেই প্রতিশ্রুতি কে পিছনে ফেলেই তৃণমূল নেত্রীর আন্দোলনের মূল কেন্দ্র থেকেই ” শাহী” শিল্পের স্বপ্ন দেখালেন অমিত শাহ।
এদিন রোড শো থেকেই তিনি বলেন “মমতা বন্দ্যোপাধ্যায় আগে সিঙ্গুরে আন্দোলন করেছিলেন। কিন্তু গত ১০ বছরে এখানে কোনও কাজ করেননি। সিঙ্গুর হোক বা জঙ্গলমহল অথবা উত্তরবঙ্গ, সব জায়গার মানুষ এই নিষ্কর্মা তৃণমূল সরকারকে দূর করতে চায়। আমরা বাংলায় ছোট-বড় শিল্প আনার জন্য অনেক পরিকল্পনা করেছি।” এছাড়াও তিনি জিনিস “বাংলার মানুষ যে এখন আলোচনা, সহযোগিতা এবং উন্নয়ন চান তা আজকের জনসমাগম থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা ছোট, মাঝারি এবং বড় শিল্পের উল্লেখ নিজেদের ইস্তাহারেও করেছি। যা বাংলার বেকারত্বের সমস্যার সমাধান করবে।”
উল্লেখ্য একদা তৃণমূলের ভূমি আন্দোলনের অন্যতম কান্ডারি তথা বর্তমান বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে পাশে নিয়ে এদিন রোড শো চলাকালীন আত্মবিশ্বাসী অমিত শাহ বলেন “২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে পদ্মশিবির।”যদিও এখনও পর্যন্ত বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কে হতে চলেছেন সেবিষয়ে কিছু জানায়নি বিজেপি।তবে আজ ফের তৃণমূলেরর বহিরাগত ইস্যুকে নাসাৎ করে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতি অমিত শাহ পাল্টা প্রশ্ন তোলেন “রবীন্দ্রনাথজি বহিরাগত নাকি! ভোট তো মানুষ ওঁকে দেবেন, আমাকে নয়। এই ছোট্ট বিষয়টি মমতাদি বুঝতে পারছেন না।”
আরও পড়ুন:জলপাইগুড়ির সভা থেকে মমতাকে তীব্র আক্রমণ যোগীর, পড়ুন বিস্তারিত
আজ বিজেপি প্রার্থী তথা সিঙ্গুরের মাস্টার মশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যের হয়ে সিঙ্গুরে রোড শো করার পরেই ডোমজুড়ে রাজীব বন্দোপাধ্যায়ের হয়ে পরবর্তী রোড শো এর জন্য রওনা দেন অমিত শাহ। তার আগে অবশ্য রাজীব বন্দোপাধ্যায়ের সাথে বসেই মধ্যাহ্নভোজ সারেন তিনি। এরপর হাওড়ার ডোমজুড় এবং বালি -তে বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়েই রোড শো করেন তিনি। সেখান থেকেই এদিন তিনি দাবি করেন “প্রথম তিন দফায় ৯১টি আসনের মধ্যে ৬৮-৭০টি আসন পাবে বিজেপি। বাকি আসন ভাগ করবে কংগ্রেস, তৃণমূল আর কম্যুউনিস্টরা। এভাবেই পরের দফাগুলোয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০০-র বেশি আসনে জয় লাভ করবে বিজেপি।”
এছাড়া তাঁর আরও সংযোজন, “ডোমজুড়ের একটি মাত্র গ্রাম পঞ্চায়েত ঘুরে দেখার সুযোগ হয়েছে। কিন্তু মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতোন। আমার আমার বিশ্বাস ডোমজুরের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতবেন। তৃণমূল নেতাদের আচরণ, কথা এবং হতাশা বলে দিচ্ছে ২ মে-র পর বাংলায় সরকার গড়বে ভারতীয় জনতা পার্টি।”উল্লেখ্য এরপর আজ বেহালাতেও রোড শো করবেন অমিত শাহ।