দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:গতকাল রাজ্যজুড়েয় দিনভর দফায় দফায় অশান্তির মধ্যেই শেষ হয়েছে চতুর্থ দফার ভোট।ভোট মিটে যাওয়ার পর রাতেও অব্যাহত ছিল বিক্ষিপ্ত অশান্তির ঘটনা।উল্লেখ্য ভোটের মধ্যেই গতকাল বাংলায় ফের প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সেই সভা থেকে ফেরার পথেই গতকাল রাতে রানাঘাটে আক্রান্ত হয়েছেন এক বিজেপি নেতা। জানা গেছে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার হাঁসখালি থানার অন্তর্গত একটি অঞ্চলের বুথ সভাপতি ওই বিজেপি কর্মীর নাম নিত্যানন্দ সরকার । এই ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ উঠেছে তৃণমূলের দিকে। যদিও এখনও পর্যন্ত কারও গ্রেফতার হওয়ার খবর মেলেনি।
জানা গেছে, এদিন কৃষ্ণনগরে প্রধানমন্ত্রীর সভা থেকে বাড়ি ফেরার পথে রানাঘাট হাঁসখালি থানার মামজোয়ান এলাকায় বুথ সভাপতি নিত্যানন্দ সরকারকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। এরপর তিনি পালানোর চেষ্টা করলে তাঁকে লক্ষ্য গুলিও চালানো হয়।কিন্তু সেই গুলি তাঁর গা ঘেঁষে বেরিয়ে যায়।এরপর রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই পড়ে ছিলেন তিনি।পরে দলের কর্মীরা এসে তাঁকে উদ্ধার করে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। এরপর সেখান থেকে প্রথমে কৃষ্ণনগর জেলা হাসপাতালে এবং পরে কল্যানীর জওহরলাল নেহরু মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে।
জানা গেছে তাঁর শরীরে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে। এই ঘটনার প্রতিবাদে গতকাল রাতেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে দলীয় কর্মীরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন তাঁরা। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
অন্যদিকে গতকাল প্রধানমন্ত্রীর সভা থেকেই ফেরার পথে বিজেপি কর্মীদের উপর অ্যাসিড হামলা, বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল নদীয়ায় তাপস সেন নামে এক বিজেপি কর্মী ওপর অ্যাসিড হামলা করা হয়। পিঠে গুরুতর আঘাত নিয়ে গুরুতর জখম অবস্থায় কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি
আরও পড়ুন:বিজেপি তারকা প্রার্থী পায়েল সরকারের উপর হামলা
পাশাপাশি নাকাশিপাড়া বিক্রমপুর পঞ্চায়েত এলাকায় সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের একটি বাসে ইটবৃষ্টির অভিযোগ ওঠে। এই ঘটনাতেও তৃণমূলের বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে খবর।