দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:করোনা আবহে এই প্রথমবার ভোট দিচ্ছেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গোটা দেশের মতোই রাজ্যেও বেলাগাম করোনা। তাই এই কোভিড পরিস্থিতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ভোট দিতে যাওয়ার অনুমতি দেননি চিকিৎসকরা।
অন্যদিকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সময়ও পেরিয়ে গিয়েছে।তাই এই প্রথমবার ভোট দিতে যেতে পারছেন না বুদ্ধদেব ভট্টাচার্য। উল্লেখ্য বুদ্ধদেব বাবু বালিগঞ্জ কেন্দ্রের ভোটার।
উল্লেখ্য আজ রাজ্যজুড়ে চলছে সপ্তম দফার ভোটগ্রহণ। আজ দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, কলকাতা ও পশ্চিম বর্ধমানের মোট ৩৪ আসনে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে।এখনও পর্যন্ত যা খবর বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ছাড়া করোনা আবহের মধ্যেই কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সমস্ত কোভিড প্রটোকল মেনে ভোট চলছে বলে খবর।