দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:নির্বাচন চলাকালীন সময়ে ইতিমধ্যেই করোনায় প্রাণ হারিয়েছেন রাজ্যের ৪ প্রার্থী। তাঁদের মধ্যে অন্যতম হলেন খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহা। ২৫ এপ্রিল রবিবার সকালে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
করোনা কালে কাজল সিনহার মৃত্যু হওয়ায় কমিশনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ করেছেন কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা। জানা গেছে আজ অর্থাৎ বুধবার বিকালে খড়দা থানায় সুদীপ জৈনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এব্যাপারে এখনও পর্যন্ত কমিশনের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
নন্দিতা দেবীর অভিযোগে সম্প্রতি মাদ্রাজ হাইকোর্টের নির্বাচন কমিশনকে করা ভর্ৎসনার সুর স্পষ্ট। নন্দিতা দেবীর অভিযোগে স্পষ্ট তাঁর স্বামীর মৃত্যুর জন্য দায়ী কমিশনই। তাঁর দাবি, দেশজুড়ে বেলাগাম করোনা সংক্রমণের মধ্যেই বাংলায় আট দফা ভোটের আয়োজন করেছিল কমিশন। তৃণমূল কংগ্রেসের সমর্থনেই তাঁর দাবি শেষ কয়েক দফা ভোট একসঙ্গে করার বারবার আবেদন করা হলেও তাতে সম্মতি দেয়নি কমিশন।তাই করোনা আবহের মধ্যেই তাঁর স্বামীকে প্রচারে বেরতে হয় আর তাতেই করোনা আক্রান্ত হয়ে অকালে মৃত্যু হয়েছে কাজল সিনহার । তাই সুদীপ জৈনের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার আবেদন জানিয়ে নন্দিতা সিনহা এদিন বলেন “আমার স্বামীর মৃত্যুর জন্য একমাত্র দায়ী কমিশন।”
উল্লেখ্য খড়দহে ষষ্ঠ দফার ভোটের আগের দিন অর্থাৎ বুধবারেই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে কাজল সিনহার। এরপর তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।এরপর টানা তিনদিন তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। এরপর রবিবার সকালেই মৃত্যু হয় তাঁর।