28 C
Kolkata
Sunday, October 1, 2023
More

    ভোটের ফল প্রকাশের পরেও রাজ্য জুড়ে অব্যাহত রাজনৈতিক অশান্তি।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:ভোটের ফল প্রকাশের পরেও রাজ্য জুড়ে অব্যাহত ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা। গতকাল বঙ্গ যুদ্ধের ফল প্রকাশের পর ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বারের জন্য বাংলার মনসদে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর রাজ্যজুড়ে ব্যাপক সবুজ ঝড়ের মুখে কার্যত ধুলোয় মিশে গিয়েছে বিজেপির সোনার বাংলা গড়ার স্বপ্ন।আর এই পরাজয় মোটেই ভালোভাবে নিতে পারেনি গেরুয়া শিবির। তবে ফলপ্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক সংঘর্ষ কে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি অভিযোগ উঠতে শুরু করেছে।

    গতকাল রাতেই কাঁকুড়গাছির শীতলাতলা লেন এলাকায় এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। জানা গেছে এদিন রাতে অভিজিৎ সরকার (৩০) নামে বছর এক যুবককে বাড়ি থেকে বের করে নিয়ে ব্যাপক মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী, সমর্থকদের বিরুদ্ধে।অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

    উল্লেখ্য গতকাল ভোটগণণার শুরু থেকেই হাইভোল্টেজ নন্দীগ্রামের দিকেই ছিল গোটা রাজ্য তথা দেশ। এই কেন্দ্র থেকে নাটকীয়ভাবে শেষমেশ জয়লাভ করেছেন নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। রুদ্ধশ্বাস উত্তজনা শেষে নির্বাচন কমিশন ঘোষণা করে এই কেন্দ্র থেকে ১৯৫৩ ভোটে জয়ী হয়েছেন শুভেন্দু। জয়ী প্রার্থীর নাম পরিবর্তনে গতকাল রাত থেকেই উত্তেজনা তৈরি হয় এলাকায়।নন্দীগ্রাম বিধানসভায় পুনর্গণনার দাবি তুলে আজ সকাল থেকেই নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়া ভূতা মোড়ে পথ অবরোধ করেছেন তৃণমূল কর্মীরা। যার ফলে নন্দীগ্রাম-সোনাচূড়া সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। এছাড়া অবরোধ চলছে হাজরাকাটা, কেন্দ‍ামারি, টেঙ্গুয়া,বাসস্ট‍্যান্ড -সহ বিভিন্ন জায়গায়।

    অন্যদিকে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রতাপনগর অঞ্চলের মেটিয়ারিতে মৃত্যু হয়েছে হারান অধিকারী নামে এক বিজেপি সমর্থকের। অভিযোগ, গতকাল ফল ঘোষণার পর থেকেই এলাকায় বোমাবাজি শুরু হয়।এক মহিলা বিজেপির পতাকা ছেঁড়ার অভিযোগ করায় তাকে মারধর করা হয় । খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলার মুখে পরে গুরুতর আহত হন হারান অধিকারী। আশঙ্কাজনক অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

    প্রায় একই ছবি সল্টলেকেও । সল্টলেকের  সুকান্তনগরে এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে।এছাড়া নিউটাউনের পাথরঘাটায় পার্টি অফিস দখল নিয়ে অশান্তি তৈরি হয়। পাশাপাশি বালিগুড়িতে আইএসএফ তৃণমূলের সংঘর্ষের খবর পাওয়া গেছে। অন্য দিকে ফের অশান্ত ভাঙড়। আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকির জয়লাভের  পরেই আইএসএফ-তৃণমূল সংঘর্ষ শুরু হয়ে যায়।দুপক্ষের সংঘর্ষে মাথা ফেটেছে একজনের। ২ জন ভর্তি হাসপাতালে।

    অন্যদিকে,বসিরহাটের একাধিক জায়গায় বোমাবাজি এবং বাড়ি ভাঙচুরের ঘটনা। বসিরহাট মহাকুমার মিনাখাঁ, হাড়োয়া, পাণিতোর, ইটিন্ডা প্রভৃতি এলাকা ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি হারের পর বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই ঘটনা।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    চলতি আইএসএলে জয়যাত্রা শুরু করল ইস্টবেঙ্গল !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এই ম্যাচে কিছুটা অ্যাডভান্টেজে থেকে খেলতে নেমেছিল হায়দরাবাদ। তার কারণ এটাই তাদের প্রথম...

    জানেন ডেঙ্গু জ্বরের লক্ষণ কি কি ? উপসর্গ দেখে সতর্ক হোন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ডেঙ্গির জ্বর মৃদু ও গুরুতর উভয় ধরনের হতে পারে। এমন পরস্থিতিতে এর লক্ষণও...

    জানেন বিশ্ব কাঁপানো গোয়েন্দা সংস্থা কোন গুলি ? জানুন অজানা তথ্য

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কোন দেশের গোয়েন্দা সংস্থা সবচেয়ে দুর্ধর্ষ-এমন কৌতূহল অনেকের মধ্যে আছে। তবে ইন্টারনেটের বিভিন্ন...

    ১০ সেকেন্ডের টর্নেডো ! তছনছ হাবড়ার কুমড়া গ্রাম

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হাবড়ায় ১০ সেকেন্ডের সাইক্লোন। নিমেষে লণ্ডভণ্ড গোটা এলাকা। কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের...

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...