দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: নন্দীগ্রামে পুনর্গণনার সম্ভাবনাকে স্রেফ হাওয়ায় উড়িয়ে দিল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই এবিষয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠানাে হয়েছে দিল্লির তরফে । এদিকে, লাগাতার প্রাণনাশের হুমকির জেরে মঙ্গলবার নন্দীগ্রামের রিটার্নিং অফিসারের বাড়িতে নিরাপত্তার ব্যবস্থা করল রাজ্য সরকার।
রবিবার ভােটগণনা শুরু হওয়ার পর থেকেই নজরে ছিল নন্দীগ্রাম। টানটান উত্তেজনার মধ্যে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জানা যায় , ১২০০ ভােটে নন্দীগ্রাম আসনে জয় লাভ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জানানাে হয় , মমতা নন , নন্দীগ্রামে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী।
এদিকে স্বাভাবিকভাবেই দুবার ভিন্ন ভিন্ন ফল ঘোষণাকে ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। এমনকি পুনর্গণনার দাবিও উঠেছিল। তবে সেই সম্ভাবনাকে খারিজ করে দিল কমিশন ।
অন্যদিকে সােমবার কালীঘাটে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পুনর্গণনা প্রসঙ্গে নন্দীগ্রামের রিটানিং অফিসার তাঁকে লিখেছিলেন , “ প্লিজ ক্ষমা করে দিন । আমি যদি রিকাউন্টিংয়ের নির্দেশ দিই তবে আমাকে খুন করা হবে । রীতিমতাে হুমকি দেওয়া হচ্ছে । আমার পরিবার ধ্বংস করা হবে । ” এরপরই আরও জলঘোলা হয় এই ম্যাসেজকে ঘিরে। এবং ওই রিটার্নিং অফিসারে নিরাপত্তার দিকে নজর দিতে নির্দেশ দেয় কমিশন আর প্রয়োজনে চিকিৎসা সহায়তা করে সেই নির্দেশও দিয়েছে কমিশন।