দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ইংরেজবাজারের বিজেপি প্রার্থী এবার ইংরেজবাজার এর নাম পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়ে এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। শনিবার শহরের সিঙ্গাতলা নির্বাচনী কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে শ্রীরূপা বলেন, “জিতে এলে সবার আগে ইংরেজবাজারের নাম বদল করব।”
বিজেপি প্রার্থীর এমন মন্তব্য ঘিরে এবার বিভিন্ন মহলে তৈরি হয়েছে বিতর্ক। যদিও এটা এই প্রথমবার নয়, এর আগেও ইংরেজবাজার নাম নিয়ে বহু বিতর্ক তৈরি হয়েছে। অনেক মানুষ দাবি করেছেন যে এই নাম ব্রিটিশ শাসনের অত্যাচারের সূচক। কিন্তু এই মতের বিরুদ্ধ মতেরও অভাব নেই। শ্রীরূপা দেবীর এরূপ মন্তব্যের তীব্র বিরোধিতা করে তৃণমূলের মুখপাত্র শুভময় বসুর মন্তব্য, “উনি শহর সম্পর্কে কি জানেন! ভোটের সময় মাঝে মাঝে উনি উদয় হয়। ইংরেজবাজারের মানুষের কাছে ওনার কোনও বিশ্বাসযোগ্যকা নেই। ইংরেজবাজার ঐতিহ্যবাহী শহর। ঐতিহাসিক ব্যাখ্যা অগ্রাহ্য করে ওনার নাম বদলের সিদ্ধান্ত মানুষ মেনে নেবেন না।” এই প্রসঙ্গে মালদার সিপিআইএম জেলা সম্পাদক অমর মিত্র বলেন, “ওনারা ইংরেজবাজারের মতো ঐতিহ্যবাহী শহরের নাম বদলের কথা চিন্তা না করে পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে ভাবতে পারেন । বেকারদের কর্মসংস্থানের কথা ভাবতে পারেন। মানুষ এই নাম পরিবর্তনের অহেতুক ভাবনাকে সমর্থন করবেন না।”
তবে বিরোধীরা যাই বলুক, নিজের বক্তব্যে সম্পূর্ণ অনড় থেকেছেন এখানকার বিজেপি প্রার্থী। এখন এটাই দেখার যে, তার এই মন্তব্যের পর তিনি এই বিধানসভা কেন্দ্র থেকে জিতে নবান্নে জেতে পারেন কি না।