29 C
Kolkata
Saturday, September 30, 2023
More

    কল্যাণীর সভা থেকে মমতাকে তীব্র আক্রমণ মোদির….

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ শীতলকুচির ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি ইতিমধ্যেই অনেকটাই সরগরম হয়েছে। এরই মাঝখানে এবার তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি স্টার ক্যাম্পেইনার তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী।

    আজ কল্যাণীতে একটি সভা থেকে মমতার উদ্দেশ্যে এই তীব্র আক্রমণ চালান মোদি। তার দাবি অনুযায়ী মমতা প্রকৃতপক্ষে শীতলকুচি তে ছাপ্পা ভোট দিয়ে জিততে চেয়েছিলেন। সেই কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে। একইসঙ্গে তার দাবী যে মমতা রাজ্যের আদিবাসী, দলিত, তপশিলি, মতুয়া ও নমঃশূদ্রদের ভোটাধিকার কেড়ে নিতে চান, আর সেই জন্যেই তিনি ছাপ্পার পরিকল্পনা করছেন।

    কল্যাণীর সভা থেকে মোদির বক্তব্য,”মমতা এখন রাজ্যের আদিবাসী, দলিত, তফসিলি, মতুয়া, নমঃশূদ্রদের ভয় দেখাচ্ছেন, ধমকাচ্ছেন, মারধর করছেন। কিন্তু দিদি, আপনি যতই ভয় দেখান, মোদির প্রতি ওঁদের ভালবাসা কমাতে পারবেন না।” তার সংযোজন, “মতুয়া-নমঃশূদ্রদের আটকানোর জন্যই দিদি কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার নিদান দিচ্ছেন। একটা দলকে বলছেন কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করতে। আরেকটা দলকে বলছেন বুথে গিয়ে ছাপ্পা মারতে। এটাই দিদির ছাপ্পা মারার মাস্টারপ্ল্যান। শোনা যাচ্ছে, কোচবিহারের ঘটনাও সেই মাস্টারপ্ল্যানেরই অংশ। কিন্তু দিদি এভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। জয়-পরাজয় সব ভোটেই থাকে। দলিতদের অধিকার এভাবে কেড়ে নেওয়া যায় না। মতুয়া-নমঃশূদ্রদের অধিকার এভাবে কেড়ে নেওয়া যাবে না।”

    প্রসঙ্গত উল্লেখ্য যে, কল্যাণী ও তার সংলগ্ন এলাকা মূলত মতুয়া অধ্যুষিত অঞ্চল। আর এই মতুয়া ভোট বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের সভা থেকে মোদির এই ভাষণ মতুয়াদের ভোট বিজেপির দিকে টানতে কতটা সক্ষম হয়, সেটাই দেখার।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্ব কাঁপানো গোয়েন্দা সংস্থা কোন গুলি ? জানুন অজানা তথ্য

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কোন দেশের গোয়েন্দা সংস্থা সবচেয়ে দুর্ধর্ষ-এমন কৌতূহল অনেকের মধ্যে আছে। তবে ইন্টারনেটের বিভিন্ন...

    ১০ সেকেন্ডের টর্নেডো ! তছনছ হাবড়ার কুমড়া গ্রাম

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হাবড়ায় ১০ সেকেন্ডের সাইক্লোন। নিমেষে লণ্ডভণ্ড গোটা এলাকা। কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের...

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...