দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ শীতলকুচির ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি ইতিমধ্যেই অনেকটাই সরগরম হয়েছে। এরই মাঝখানে এবার তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি স্টার ক্যাম্পেইনার তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী।
আজ কল্যাণীতে একটি সভা থেকে মমতার উদ্দেশ্যে এই তীব্র আক্রমণ চালান মোদি। তার দাবি অনুযায়ী মমতা প্রকৃতপক্ষে শীতলকুচি তে ছাপ্পা ভোট দিয়ে জিততে চেয়েছিলেন। সেই কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে। একইসঙ্গে তার দাবী যে মমতা রাজ্যের আদিবাসী, দলিত, তপশিলি, মতুয়া ও নমঃশূদ্রদের ভোটাধিকার কেড়ে নিতে চান, আর সেই জন্যেই তিনি ছাপ্পার পরিকল্পনা করছেন।
কল্যাণীর সভা থেকে মোদির বক্তব্য,”মমতা এখন রাজ্যের আদিবাসী, দলিত, তফসিলি, মতুয়া, নমঃশূদ্রদের ভয় দেখাচ্ছেন, ধমকাচ্ছেন, মারধর করছেন। কিন্তু দিদি, আপনি যতই ভয় দেখান, মোদির প্রতি ওঁদের ভালবাসা কমাতে পারবেন না।” তার সংযোজন, “মতুয়া-নমঃশূদ্রদের আটকানোর জন্যই দিদি কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার নিদান দিচ্ছেন। একটা দলকে বলছেন কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করতে। আরেকটা দলকে বলছেন বুথে গিয়ে ছাপ্পা মারতে। এটাই দিদির ছাপ্পা মারার মাস্টারপ্ল্যান। শোনা যাচ্ছে, কোচবিহারের ঘটনাও সেই মাস্টারপ্ল্যানেরই অংশ। কিন্তু দিদি এভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। জয়-পরাজয় সব ভোটেই থাকে। দলিতদের অধিকার এভাবে কেড়ে নেওয়া যায় না। মতুয়া-নমঃশূদ্রদের অধিকার এভাবে কেড়ে নেওয়া যাবে না।”
প্রসঙ্গত উল্লেখ্য যে, কল্যাণী ও তার সংলগ্ন এলাকা মূলত মতুয়া অধ্যুষিত অঞ্চল। আর এই মতুয়া ভোট বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের সভা থেকে মোদির এই ভাষণ মতুয়াদের ভোট বিজেপির দিকে টানতে কতটা সক্ষম হয়, সেটাই দেখার।