26 C
Kolkata
Thursday, May 26, 2022
More

  একাদশ বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে উত্থান ঘটে বিজেপির, যদিও তারা কোনো আসন পায়নি

  পশ্চিমবঙ্গ বিধানসভার একাদশতম নির্বাচন নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠিত হয়। ১৯৮৭ সালে তৃতীয় বামফ্রন্ট সরকার গঠিত হওয়ার পর হিসেব মতো ১৯৯২ সালে এ রাজ্যের পরবর্তী বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ১৯৯১ সালের লোকসভা ভোটের সঙ্গেই বিধানসভা নির্বাচন করে নেওয়ার প্রস্তাব দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। নির্বাচন কমিশন রাজ্য সরকারের এই প্রস্তাব মেনে নিয়ে ১৯৯১ সালে পশ্চিমবঙ্গে একাদশতম বিধানসভা নির্বাচন আয়োজন করে।

  একাদশতম বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতাসীন বামফ্রন্টের পক্ষ থেকে মূলত মন্ডল কমিশনের সুপারিশকে হাতিয়ার করা হয়েছিল। অন্যদিকে তৃতীয় শক্তি হিসেবে উত্থান ঘটা বিজেপি বাংলাদেশী অনুপ্রবেশকারী ইস্যুকে হাতিয়ার করে। দেশভাগের ফলে পূর্ববঙ্গ থেকে হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত মানুষ পশ্চিমবঙ্গে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল তাদের মন ছোঁয়ার চেষ্টা করে বিজেপি। এর পাশাপাশি রাজ্যে বসবাসকারী অবাঙালিদের মধ্যেও তাদের প্রভাব ভালো ছিল। অন্যদিকে এই বিধানসভা নির্বাচনে কংগ্রেস রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়কে সামনে রেখে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হয়। তবে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এই সময় ভয়াবহভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল।

  এই বিধানসভা নির্বাচনে ২৯৪ টি আসনের মধ্যে বামফ্রন্ট এককভাবে জয়লাভ করে ২৪৫ টি আসনে। তাদের প্রধান শরিক সিপিআই(এম) একাই ১৮২ টি কেন্দ্রে জয় লাভ করে। তাৎপর্যপূর্ণ ব্যাপার হল এই বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের অন্যতম শরিক হিসেবে দার্জিলিং পার্বত্য অঞ্চলে গোর্খা লিগ প্রতিদ্বন্দিতা করেছিল।

  অন্তর্দ্বন্দ্বে দীর্ণ কংগ্রেস এই নির্বাচনে ৪৩ টি আসন নিজেদের দখলে রাখতে সক্ষম হয়। যদিও তৃতীয় শক্তি হিসেবে উঠে আসা বিজেপি একই সঙ্গে বামফ্রন্ট ও কংগ্রেসের ভোট কেটে ১১.৩৪ শতাংশ পশ্চিমবঙ্গবাসীর সমর্থন পায়। তাৎপর্যপূর্ণ ব্যাপার হল তারা রাজ্যের একটি আসনেও জয়লাভ করতে পারেনি। নকশালপন্থী দলগুলোর সঙ্গে জোট বেঁধে এসইউসিআই একটি বিকল্প বামপন্থী জোটের মডেল রাজ্যবাসীর সামনে রাখে। এই বিকল্প বামপন্থী জোটের প্রধান শরিক এইউসিআই মাত্র দুটো আসন দখল করলেও তারা বামফ্রন্টের বেশকিছু ভোট কেটে নিয়েছিল।

  Related Posts

  Comments

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  সেরা পছন্দ

  ফের বেসরকারিকরণের পথে রাষ্ট্রায়ত্ত সংস্থা ! তালিকায় আর কোন কোন সংস্থা ?

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ফের বেসরকারিকরণের পথে একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। এবার হিন্দুস্তান জিঙ্ক। দেশের বৃহত্তম ইন্টিগ্রেটেড জিঙ্ক প্রস্তুতকারী...

  ‘মাঙ্কিপক্স’ মোকাবিলায় কতটা প্রস্তুত ভারত ? কি বলছে বিশেষজ্ঞরা

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : করোনা মহামারির বিপদ কাটতে না কাটতেই শিয়রে অন্য বিপদ, ‘মাঙ্কিপক্স’ সংক্রমণ। WHO-র সাম্প্রতিকতম তথ্য...

  ত্রাতা সেই মুখ্যমন্ত্রী , নতুন ইনভেস্টর পেল ইস্টবেঙ্গল ক্লাব

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ত্রাতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ইনভেস্টর সমস্যা মিটে গেল ইস্টবেঙ্গলে। লাল-হলুদে ইনভেস্টর হিসাবে...

  করোনা মোকাবিলায় মোদীর প্রশংসায় পঞ্চমুখ বাইডেন , দুষলেন চীনকে

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কয়েকদিন আগে WHO জানিয়েছিল, কোভিডে মৃতের সংখ্যা চেপে গিয়েছে ভারত। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো...

  আগামীকাল ভারত বনধের ডাক ! একাধিক দাবি সংখ্যালঘু সম্প্রদায় কর্মচারী ফেডারেশনের

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : আবারও ২৫ মে ভারত বনধের ডাক। ভোটে ইভিএম-র ব্যবহার বন্ধ সহ একাধিক বিষয়ে ভারত...