প্রত্যেকের ইচ্ছে থাকে সংসারের সুখ সমৃদ্ধি বজায় থাকুক। তবে সাফল্যের জন্য চাই পরিশ্রম আর ভাগ্যের মেলবন্ধন। কিন্তু অনেক সময় পর্যাপ্ত শ্রমের ফলেও মেলে না সাফল্য। যদিও শাস্ত্র পরিশ্রমের সঙ্গে সঙ্গে সাফল্য পাওয়ার এক নিয়ম বাতলে দিয়েছে। জীবনের যেকোনো সমস্যা বিশেষত অর্থের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এই কয়েকটা জিনিস পরিবারে রাখলে। যেমন হলুদ সর্ষে।
জীবনে অর্থের সমস্যা থেকে মুক্তি পেতে হলুদ সর্ষের জুড়ি মেলা ভার। যে কোন অর্থকষ্টে থাকলে এবং বাড়ির আর্থিক অনটন দূর করতে গেলে হলুদ সরষে ব্যবহার অনস্বীকার্য।
যেকোনো শুক্লপক্ষের বৃহস্পতিবার গঙ্গা জলে হলুদ সরষে ঢেলে দিতে হবে। এরপর সেই হলুদ সরষে এবং কর্পূর একসঙ্গে একটি হলুদ কাপড়ে গিট বেঁধে, ঘরে ঝুলিয়ে রাখুন। মাত্র কয়েকদিনের মধ্যেই ঘুচে যাবে যেকোনো সমস্যা।
পরিবারে বজায় থাকবে সুখ শান্তি। বাড়ির মূল ফটোকে সদর দরজায় ঝুলিয়ে রাখলে যেকোনো শুভ কাজে যাওয়ায় সাফল্য চলে আসবে আপনার বাড়ির কাছে।
আসলে হলুদ সরষে লক্ষী দেবীর অত্যন্ত প্রিয়। তাই এই সরষে ব্যবহারে দেবীর সুপ্রসন্ন হন। যার ফলে বাড়িতে কোন অশুভ শক্তি গ্রাস করতে পারে না। আর্থিক অনটন থেকে মুক্তি পাওয়া যায় অল্প সময়ে। পরিশ্রম করলেই মিলে যায় সাফল্য