দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :- আজ 2023 সালের জানুয়ারি মাসের পঞ্চম এবং শেষ সোমবার যখন এটি মাঘ মাসের শুক্লপক্ষের নবমী তিথি। হিন্দু সনাতন ধর্মে, সোমবার দেবতাদের ঈশ্বর মহাদেবকে উৎসর্গ করা হয়। এই দিনে ভগবান ভোলেনাথের পাশাপাশি মাতা পার্বতীকে সত্যিকারের চিত্তে পূজা-অর্চনা করলে ব্যক্তির প্রতিটি ইচ্ছা পূরণ হয় এবং জীবনে অর্থের অভাব হয় না।সোমবার ভগবান ভোলেনাথেরও প্রিয়। অনেকে শিবের আশীর্বাদ পেতে সোমবারও উপবাস করেন। বিশ্বাস অনুযায়ী সোমবার উপবাস করলে কাঙ্খিত জীবনসঙ্গী পাওয়া যায়। যদি কোনও ব্যক্তির বিবাহে বিলম্ব হয় তবে সোমবার উপবাস করে শিবের সাথে দেবী পার্বতীর পূজা করলে বিবাহ দ্রুত হয়।সোমবার সকালে স্নান করে শিব মন্দিরে গিয়ে ভগবান ভোলেনাথ ও মা পার্বতীর পূজা করলে স্বাস্থ্যও ভালো থাকে। শিবের আশীর্বাদ পেতে সোমবার বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়।
সোমবার এই বিশেষ প্রতিকার করুন:-
1) সোমবার ভোলেনাথের পুজোর পাশাপাশি সাদা, সবুজ বা হলুদ পোশাক পরলে আত্মবিশ্বাস বাড়ে।
2) সোমবার ভোলে শঙ্করকে গঙ্গার জল ঢেলে অক্ষত নিবেদন করলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সমাধান হয়।
3) বেলপত্র ও ধতুরা ভগবান শিবের খুব প্রিয়। তাই সোমবার মহাদেবকে বেলপত্র ও ধাতুরা নিবেদন করলে ব্যবসায় উন্নতির পাশাপাশি চাকরি ও শিক্ষায় দ্রুত সাফল্য আসে।
4) অনেক পরিশ্রম করার পরেও যদি আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পেতে না পারেন তবে সোমবার ‘ওম নমঃ শিবায়’ মন্ত্রটি 108 বার জপ করলে আশানুরূপ ফল পাওয়া যায়।
5) সোমবার কাঁচা ধানের সঙ্গে কালো তিল মিশিয়ে দান করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং সমস্ত ঝামেলা দূর হয়।
6) দুধে চিনি মিশিয়ে সোমবার শিবলিঙ্গে নিবেদন করলে শিশুদের পড়াশোনায় মন চাঙ্গা হয় এবং তারা সাফল্য পেতে শুরু করে।
7) সোমবার শিবলিঙ্গে গম নিবেদন করলে সন্তানের জন্ম হয়।
8) সোমবার শিবলিঙ্গে যব নিবেদন করলে সকল প্রকার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়।
9)সোমবার শিবলিঙ্গে জাফরান মিশ্রিত জল নিবেদন করলে ভগবান শিব দ্রুত প্রসন্ন হন এবং বাল্য বিবাহের সম্ভাবনা তৈরি হয়।
10) শিবলিঙ্গের সামনে 5টি নারকেল নিবেদন করা এবং বাল্যবিবাহ বা কাঙ্খিত জীবনসঙ্গীর জন্য সোমবার রুদ্রাক্ষের মালা দিয়ে ‘ওম শ্রী ভার প্রদায় শ্রী নমঃ’ মন্ত্র জপ করলে, ইচ্ছা শীঘ্রই পূরণ হয়।