দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :ব্যালকনি, এক কাপ কফি আর কাঞ্চনজঙ্ঘা এটাই যদি আপনার ট্রাভেল সেনসেশনের এপিটোম হয়ে থাকে, তাহলে মাঝে মাঝে কপালে ভাঁজ ফেলে দেয় হাই রেঞ্জের হোটেল ভাড়া! তবে নতুন বছরে আপনার এই ইচ্ছেপুরণ সাধ্যের মধ্যেই সম্ভব! হ্যাঁ, একটুও বাড়িয়ে বলার নয়, বরং ব্যাকপ্যাক গুছিয়ে নিয়ে, রোদ চশমা চোখে তিস্তা পেরিয়ে পৌঁছে যাওয়ার এটাই সূবর্ণ সুযোগ! তবে যাবেন কোথায়? উত্তর একটাই- দাওয়াইপানি। দার্জিলিং এর গন্ধ আছে কিন্তু নেই ভিড়, কুয়াশার হাফটোন কারুকাজে ফিরে ফিরে উঁকি দেওয়া গোটা কাঞ্চনজঙ্ঘার শুভ্র হাতছানি !


আর এই ফেনমেনাল ফীল কে রিফিল করতে চাই একটা ব্যালকনি, আর সামনে এক কাপ ধোঁয়া ওঠা কফি! আর এই স্বপ্ন’কে সত্যি করতে মায়ের মত যত্ন নেওয়া ‘আড্ডাহাট’ হোমস্টে! বাংলা ভাষা, বাংলা চিকেন কষা, বাংলার ঘরোয়া যত্ন’ই পারে পাহাড়ের দিন-রাত্রিকে ফরএভার বিউটিফুল করে তুলতে। তাহলে দেরি করে লাভ নেই। খুলে গিয়েছে পাহাড়ের দ্বার। তাই মনকে আর ঘরে বেঁধে লাভ নেই। ফোন নিয়ে ডায়াল করুন 9836499678 বা 9830553366 বা এই নম্বরেই WhatsApp করুন। আর বুক করে নিন আপনার ড্রিম ডেস্টিনেশন।



