দ্য ক্যলকাটা মিরর ব্যুরো: জনপ্রিয় ই-কমার্স অ্যাপ্লিকেশন ফ্লিপকার্ট নিয়ে এল বিমান যাত্রার গ্রাহকদের জন্য একটি বিশেষ অফার। টিকিট বাতিল করলে গ্রাহকদের মিলবে সর্বোচ্চ ৫০০০ টাকা। ফ্লিপকার্ট এর সহযোগী সংস্থা লিবার্টি জেনারেল ইনস্যুরেন্স (Liberty General Insurance) এই সুবিধা নিয়ে এল। তাদের এই পলিসি অনুযায়ী, যাত্রার ২৪ ঘন্টা আগে গ্রাহকরা টিকিট বাতিল করতে পারবেন। বিনিময়ে গ্রাহকদের ৫০০০ পর্যন্ত টাকা দেবে এই কোম্পানি।
লিবার্টি -র এই সুবিধা মূলত তারাই পাবেন যারা ফ্লিপকার্টর মাধ্যমে বিমানের টিকিট বুকিং করে থাকেন। ফ্লিপকার্ট ‘Liberty Secure Travel’- নামক একটি ইনস্যুরেন্স প্রোডাক্ট লঞ্চ করেছে। এই পলিসিতে সেই সমস্ত গ্রাহকদের সুবিধা হবে যারা কোনো কারণ বশত: যাত্রা করতে পারবেন না এবং যাদের টিকিট বাতিল করতে হবে। লিবার্টির এই নতুন প্রোডাক্টে টিকিট বাতিল করার জন্য আলাদা কোন চার্জও দিতে হবে না গ্রাহকদের।
একটি ন্যূনতম চার্জের মাধ্যমে ফ্লিপকার্টের প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট বুকিং করলে সুবিধা মিলবে ‘Zero Cancellation Offer’ -এর। এই সুযোগের ফলে টিকিট বাতিল করার আগে রিফান্ডের জন্য কোনরকম চিন্তা ভাবনা করতে হবে না গ্রাহকদের। এই পলিসিতে জানানো হয়েছে, ‘পলিসিতে অধিকতম ৫০০০ টাকা পর্যন্ত যাত্রা বাতিল করার জন্য টাকা ফেরত মিলবে। এছাড়া অ্যাক্সিডেন্টাল ডেথ ইনস্যুরেন্সে মিলবে ৫ লক্ষ টাকা পর্যন্ত, ৩ মাসের বাচ্চা থেকে ৭০ বছর বয়সের ব্যক্তিরাও এই পলিসির সবধরণের সুযোগ-সুবিধা পাবেন এবং আন্তর্দেশীয় বিমান যাত্রার ক্ষেত্রেও এই পলিসির সুবিধা মিলবে।