বিশ্বভ্রমণে শচীন কন্যা, ইন্দোনেশিয়া থেকে হাঙ্গেরি, একাই দাপিয়ে বেড়াচ্ছেন সারা তেন্ডুলকর! পড়াশোনার ফাঁকে ঘুরে বেড়ানোই নেশা। সুযোগ পেলেই এদেশ থেকে ওদেশ। হাজির ইউরোপের হাঙ্গেরিতে। হাঙ্গেরির বুদাপেস্টে ঘুরে বেড়ানোর ফাঁকে মাঝে মধ্যেই নিজের লেন্সবন্দি ছবি ইনস্টাস্টোরিতে পোস্ট করেছেন সারা তেন্ডুলকর। বুদাপেস্টে একটি ক্যাফেতে পানীয় গ্লাসে চুমুক দেওয়ার মুহূর্তে সারা। ২০১৮ সালে লন্ডন বিশ্ববিদ্যলয় থেকে স্নাতন সারা। তারপরেও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন সচিন কন্যা। পড়াশোনার একঘেয়েমি কাটাতে সুযোগ পেলে এদেশ, ওদেশ ঘুরে বেড়ানোর শখ।
সারা তেন্ডুলকর অভিনয় কেরিয়ারের জল্পনা উড়িয়ে দিয়েছেন বাবা শচীন তেন্ডুলকর। সারার ইনস্টাগ্রাম পোস্টে তারকার মতোই জীবনযাপন করেন শচীন কন্যা। ইনস্টায় অনুগামীর সংখ্যা ২৫ মিলিয়ন। বিজ্ঞাপনের দুনিয়ায় পা রেখেছেন সারা তেন্ডুলকর। বিদেশি পোশাক ব্র্যান্ড এবং স্পোর্টস ব্র্য়ান্ডের জন্য ফটোশ্যুট করতেও দেখা গিয়েছে সারা তেন্ডুলকরকে। ফ্যাশান ডিজাইনার অনিতা ডোংরেরর ট্রাডিশনাল পোশাকের জন্য ফটোশ্যুটেও ছিলেন সারা তেন্ডুলকর। হাঙ্গেরির আগে ইন্দোনেশিয়ার বালিতেও বেড়াতে গিয়েছিলেন সারা তেন্ডুলকর। রাস্তার ধারে দাঁড় করানো একটা ভাঙা গাড়িতে উঠে পোজ দিয়েছিলেন সারা।