দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :- বাঁকুড়া জেলার পর্যটন মানচিত্রে উজ্জল জ্যোতিষ্কের মতো বিরাজমান করছে মুকুটমণিপুর। শুধুমাত্র এই রাজ্য নয় দেশের গণ্ডি ছাড়িয়ে এখন বিদেশী পর্যটকদের কাছে মুকুটমনিপুর অন্যতম আকর্ষণীয় হয়ে উঠেছে। শীত পড়তেই না পড়তেই অসংখ্য পর্যটক ভিড় জমাচ্ছেন এই মুকুটমনিপুর ড্যামে।
বাঙালির উইকএন্ড ডেস্টিনেশন গুলির মধ্যে বরাবরই জনপ্রিয় মুকুটমণিপুর। শীত পড়লেই পর্যটন প্রিয় বাঙালি পিকনিক করতে ভিড় জমান এখানে৷ রাজ্য সরকারের পর্যটন দফতরের উদ্যোগে রাজ্যের বিভিন্ন পর্যটনস্থলগুলিকে সাজানো হচ্ছে।সেজে উঠেছে মুকুটমণিপুরও। নতুন প্রজন্মের সেলফি প্রিয়তার কথা মাথায় রেখেই সেখানে তৈরি হয়েছে সেলফি জোন।


জল, জঙ্গল আর পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণপ্রিয় বাঙালিকে হাতছানি দেয় বারেবারে। মুকুটমণিপুরে রয়েছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ।


কুমারী-কংসাবতী নদীর সংযোগস্থলকে বেঁধে ৮০ বর্গ কিমি দৈর্ঘ্যের জলাধারই জেলার অন্যতম পর্যটনকেন্দ্র । ছোট ছোট পাহাড়ে ঘেরা কংসাবতীর নীল টলটলে জলরাশি আর শাল, মহুয়া, সোনাঝুরির জঙ্গল এককথায় নয়নাভিরাম।