দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : পাহাড় প্রেমীদের অপেক্ষার অবসান হতে চলেছে শীঘ্রই । বৃষ্টি থেমেছে পাহাড়ে , কেটেছে আকাশের কালো মেঘ । সরকারি নির্দেশে হোটেল ও হোম স্টে গুলো খুলছে আস্তে আস্তে । মানুষের করোনা ভয় কেটেছে অনেকটাই । মানুষ এখন আরও বেশি সচেতন । তাই সামাজিক দূরত্ব নয় শারীরিক দূরত্ব বজায় রেখেই খুলেছে বাঙালির প্রিয় দার্জিলিং ।
দার্জিলিংয়ের দাওয়াই পানি থেকে এখন রোজ সকালেই কাঞ্চনজঙ্ঘা তাঁর রূপের ডালি সাজিয়ে বসছে । তারই কিছু ছবি ধরা পড়লো সূর্য্য চ্যাটার্জীর ক্যামেরায় । দাওয়াই পানি আসতে হলে যোগাযোগ করুন “আড্ডা হাট ” হোমস্টেতে ৯৮৩৬৪৯৯৬৭৮/ www.addahut.com







