ওয়ার্নারকে অনৈতিক সাহায্যের অভিযোগ উঠল আম্পায়ার অনিল চৌধুরীর বিরুদ্ধে

0
30

দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইপিএলে আম্পায়ারদের বিতর্কিত ডিসিশন নিয়ে এর আগেও বহুবার বিতর্কে জড়াতে দেখা গেছে খেলোয়াড়দের। প্রশ্ন তুলেছেন বিরাট কোহলি, এমএস ধোনির মত প্রথিতযশা ক্রিকেটাররা। তবে এবার আর সিদ্ধান্ত নয় খোদ বিপক্ষীয় দলের অধিনায়ককে সাহায্য করার অভিযোগ উঠল আম্পায়ার অনিল চৌধুরীর বিরুদ্ধে।

দিল্লি-হায়দ্রাবাদ ম্যাচে আম্পায়ারিংয়ের সময় এই বিতর্কে জড়ান আম্পায়ার অনীল চৌধুরী। অভিযোগ অনুযায়ী হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ডিআরএস বাঁচাতে সাহায্য করেছেন তিনি। মঙ্গলবার ডেভিড ওয়ার্নার এবং ঋদ্ধিমান সাহার ঝড়ো ব্যাটিংয়ে দৌলতে খড়কুটোর মতো উড়ে যায় দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করে মাত্র ৩৩ বলে ৬৬ রানের অধিনায়কোচিত ইনিংস উপহার দেন ওয়ার্নার। মাত্র ৪৫ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে নিজের নামের প্রতি যথাযোগ্য সুবিচার করেন ঋদ্ধিমান সাহাও।

কিন্তু এই ম্যাচেই অভিযোগ ওঠে আম্পায়ার অনিল চৌধুরী রিভিউ নিতে সাহায্য করেছেন ওয়ার্নারকে। রবিচন্দ্রন অশ্বিনের লেগ বিফোর আবেদন আম্পায়ার খারিজ করে দিলে তাকে রিভিউ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এই ক্ষেত্রে রিভিউ নিলে নাকি হাতে থাকা ডিআরএস শেষ হয়ে যেত। এইসময় ওয়ার্নার অনিল চৌধুরীর সাথে পরামর্শ করলে তিনি কেন এমন ডিসিশন দিয়েছেন তা জানান। যা ছিল পুরোপুরি আইনবিরুদ্ধ।

ধারাভাষ্য চলাকালীন নিউজিল্যান্ডের বিখ্যাত ক্রিকেটার স্কট স্টাইরিস এ বিষয়ে ব্রেট লি ও সঞ্জয় বাঙালি দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন “ডিআরএস আসার আগে নিজের সিদ্ধান্তের কারণ জানাতে আম্পায়াররা এমনটা জানাতেন। তবে এখন রিভিউ সিস্টেম থাকায় সংশ্লিষ্ট দলকে এমনটা জানানো অনৈতিক। “

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here