দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইপিএলের পরেই শুরু হতে চলেছে ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফর। এই সফরকে কেন্দ্র করে এবার বড় সিদ্ধান্ত এলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। ক্রিকেট বিশ্বে এখন ভারত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা সিরিজকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে। তার মধ্যেই ইংল্যান্ডের সবচেয়ে বড় দুই অস্ত্র জোফরা আর্চার এবং বেন স্টোকসকে বিশ্রাম দেবার সিদ্ধান্ত নিল ইসিবি।
আইপিএলের দীর্ঘ বায়োবাবেলে থেকে কঠিন মানসিক পরিস্থিতিতে খেলার জন্য সিরিজে তাদের বিশ্রাম দিল ইংল্যান্ড। ২৭ নভেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে সফর শুরু করছে ভারতীয় দল। একই দিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সফর শুরু করছে ইংল্যান্ডও।তবে ওয়ানডে সিরিজে জন্য স্টোকস, আর্চার এবং স্যাম ক্যুরানকে বিশ্রাম দেবার সিদ্ধান্ত গ্রহণ করলেও টি-টোয়েন্টি সিরিজে মাঠে ফিরছেন তারা।
করোনাভাইরাস পরবর্তী পরিস্থিতিতে এটাই প্রথম বিদেশ সফর ইংল্যান্ডের। ২৭, ২৯ নভেম্বর এবং ১ ডিসেম্বর প্রোটিয়া সফরে তিনটি টি-টোয়েন্টি খেলবেন মর্গানরা। এরপর ৪,৬ ও ৯ ডিসেম্বর তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা। এই সিরিজ দক্ষিণ আফ্রিকার দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই মুহূর্তে তাদের ক্রিকেট বোর্ডে এসেছে বড়োসড়ো পরিবর্তন। তাই সফর কতটা কার্যকরী হয় সেটাও এখন দেখার।