জন্ম থেকে নেই একটি পা, ক্র‍্যাচ হাতে ফুটবল খেলেই ভাইরাল ছোট্ট কুনাল!

0
35

দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃজন্ম থেকেই প্রতিকুলতাকে সঙ্গী করে এগিয়ে যেতে হয়েছে কুনাল শ্রেষ্ঠাকে। মণিপুরের রাজধানী ইমফলের এই বাচ্চা ছেলেটির নেই একটি পা।অথচ বুকে আছে ফুটবল খেলার তীব্র স্বপ্ন। ইচ্ছা থাকলে উপায় হয় এ নিয়ে কোন সন্দেহ নেই। একটি গুরুত্বপূর্ণ অঙ্গ না থাকা সত্বেও হতাশ হয়ে পড়েনি কুনাল। একটি বগলে ক্র্যাচ তুলে নিয়ে দৌড়ে চলেছে সাদা বলটার পিছনে।

তার এই অভিনব খেলা দেখে মুগ্ধ সকলেই। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে পড়ে ভিডিওটি। চতুর্থ শ্রেণির ছাত্র কুনালের মা বলেন, “জন্ম থেকেই একটি অঙ্গ নেই। কিন্তু আমি ওকে কোনওদিন এটা ভাবতে শেখাইনি যে ও অন্যদের থেকে আলাদা। নিজেকে কখনও কারও থেকে কোনও অংশে কম ভাবে না কুণাল। নিজের চেষ্টাতেই সাইকেল চালানো শিখেছে”।

এক হাতে ক্র‍্যাচের ধরে দিব্য এগিয়ে যেতে পারে কুনাল।বাম পা এবং ক্র‍্যাচের সাহায্যে ফুটবল সামলাতেও শিখে গেছে সে। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কুনাল জানায়,”আমি ফুটবল খেলতে খুব ভালোবাসি। শুরুর দিকে ব্যালেন্স ধরে রাখতে একটু সমস্যা হতো। আমি ভয়ও পেতাম, তবে এখন আমি আত্মবিশ্বাসী। আমার বন্ধুরা আমাকে ভীষণ সাহায্য করে, আশা করি খুব শীঘ্রই আমি একটা গোল করতে পারব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here