দ্য কলকাতা মিরর ব্যুরো : রোহিত শেট্টির জায়গায় ‘খতরো কে খিলাড়ি ‘ হোস্ট করবেন বলিউডের এক নামজাদা কোরিওগ্ৰাফার। তবে কে এই কোরিওগ্ৰাফার? ট্রিপল ‘কে’ দর্শকদের মধ্যে জল্পনা তুঙ্গে।
শোয়ের ফাইনাল এপিসোডের শুটিং শুরু হয়ে গিয়েছে চলতি সপ্তাহেই। এরপর দুটি বিশেষ পর্বের হোস্ট হিসেবে থাকবেন ফারহা খান। সেই সময় রোহিত হায়দ্রাবাদ যাবেন নিজের পরবর্তী ছবির রেকিতে। অন্যদিকে টেলিভিশনের পদায় ফারহা নতুন নন, এর আগে ইন্ডিয়ান আইডল সিজন 1,নাচ বোলিয়ে, ঝলক দিক লাজা,ডান্স ইন্ডিয়া ডান্সে বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ‘খতরো কে খিলাড়ি ‘ র দশম সংস্করণের বিশেষ পর্বে অংশ গ্রহণ করবেন কর্ণ ওয়াহি,রিত্বিক ধনজানি, কণ প্যাটেল,নিয়া শর্মা, জেসমিন সহ প্রমুখেরা।